ভবানীপুরের ভোটার প্রশান্ত কিশোর, নতুন কোন সমীকরণের ইঙ্গিত?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভবানীপুরের ভোটার হলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। ২২২ নম্বর পার্ট নম্বরের ভোটার তিনি। ৩০ সেপ্টেম্বর সেন্ট হেলেন স্কুলে ভোট দিতে দেখা যাবে তাঁকে। ভোটার সিরিয়াল নম্বর ৯০৫ । বছর ৪৪ । বাবার নাম শ্রীকান্ত পান্ডে। তাও উল্লেখ রয়েছে সেই তালিকায়।
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে প্রেস্টিজ ফাইট । এখান থেকেই উপনির্বাচনে প্রার্থী হয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো। পাল্টা বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। রোজই যুযুধান দুই রাজনৈতিক দলের নেতা- নেত্রীর প্রচার উত্তাপ বাড়াচ্ছে ভবানীপুরে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা অবশ্য বলছেন এখানে লড়াই হবে তৃণমূল বনাম বিজেপি।বামেরা কোনো ফ্যাক্টর নয় এখানে। বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের স্ট্রাটেজি নিয়ে যাবতীয় উপদেশ দিয়েছিলেন প্রশান্ত কিশোর।
একাধিকবার তাঁকে বহিরাগত বলে তুলোধনা করেছে বিজেপি। যদিও তাতে তিনি বিশেষ পাত্তা দেননি তিনি। উল্টে নির্বাচনের ফলেই তাঁর ভবিষ্যত বানী মিলে গেছে অক্ষরে অক্ষরে। নির্বাচন মিটতেই বেশিরভাগ সময়টাই তাঁকে অভিষেক বন্দোপাধ্যায়ের অফিস অথবা কালীঘাটে দেখা গিয়েছে।
প্রশাসন বা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাজে গাফিলতি , কড়া শাস্তির হুঁশিয়ারী রাজ্যের
যদিও এদিন এই খবর সামনে আসতেই কটাক্ষ করতে পিছপা হচ্ছে না বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আর বহিরাগত নয়। এ বার একদম ঘরের ছেলে।”
বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “আমি প্রথম দেখলাম কেউ চাকরি করতে এসে সেখানকার বাসিন্দা হয়ে যান। কন্ট্রাকচুয়াল কর্মী এমন পাকাপাকিভাবে বসতি গড়বেন তা শুনিনি, দেখিওনি। রাজনীতি করতেই পারেন এখন। তবে একবার জিতেছেন বলেই বারবার জিতবেন এমন ভাবার কোনও কারণ নেই।”
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন প্রশান্ত কিশোরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আরও মজবুত হয়েছে একথা নিঃসন্দেহে স্পষ্ট। তবে আগামী দিনে তাঁকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই গুরুত্বপূর্ণ কোন পদে দেখা যাবে?