তৃণমূলের টিকিটে এবার রাজ্যসভায় যাচ্ছেন প্রশান্ত কিশোর!
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: তৃণমূলের টিকিটে এবার রাজ্যসভায় যাচ্ছেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। তৃণমূল সূত্রে খবর, অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনটিতে প্রার্থী হতে চলেছেন প্রশান্ত কিশোর।
মাস কয়েক আগেই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে দলের সংগঠনে জোর দিতে চান বলে জানিয়েছিলেন অর্পিতা৷ অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া সেই রাজ্যসভার আসনটিতে নির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামী ২৯ নভেম্বর ওই আসনে নির্বাচনে। রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন প্রশান্ত কিশোর। ২৪ এর নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস একের পর এক রাজ্যে সংগঠন বিস্তার করতে শুরু করেছে। তারি ক্রেডিট হিসাবে প্রশান্ত কিশোরের নাম ঠিক করল তৃণমূল? জল্পনা তুঙ্গে।
তবে রাজনৈতিক মহলের ধারণা, ভবানীপুর উপনির্বাচনের আগে কলকাতার বাসিন্দা হিসাবে নাম নথিভুক্ত করিয়েছেন প্রশান্ত কিশোর। তাই রাজ্যসভায় লড়াই করতে গেলে কোনও অসুবিধাই হওয়ার কথা নয়৷ বরং এটাকে তৃণমূলের মাস্টার স্ট্রোক বলছেন অনেকেই।