৫ দিনের উত্তরবঙ্গ সফরে অভিষেক-পিকে, গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে একযোগে কাজ করার নির্দেশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সংগঠন মজবুত করতে পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাসিমারা তোর্ষা কালি মন্দিরে পুজো দেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। সেখান থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
বুধবার ফের আজ শিলিগুড়িতে অভিষেক বন্দোপাধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে। যুব তৃণমূল নেতৃত্বের সঙ্গে আগামীকাল বৈঠকের কথা আছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
তৃণমুল কর্তাদের সঙ্গে দল নিয়ে যে পরিমান অসন্তোষ দেখা দিয়েছে তা মেটাতে বদ্বপরিকর তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি।
রাজনৈতিক মহলের মতে, অভিষেক উত্তরবঙ্গে এসে বুঝিয়ে দিতে চেয়েছেন যে উত্তরবঙ্গ নিয়ে নেত্রী কতটা চিন্তিত। তাই নিজে দায়িত্ব নিয়ে অভিষেককে উত্তরবঙ্গ দেখতে বলেছেন নেত্রী।
ভোটের আগে উত্তরবঙ্গে যাতে ভাল ফলাফল হয় সেটাও খতিয়ে দেখবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। আগামীকাল অভিষেকের কলকাতাতে ফিরে যাবার কথা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/political-duplicity-people-are-losing-faith-democracy/
মঙ্গলবার আলিপুরদুয়ারে তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক এবং পিকে। তাদের কাছে খবর, বর্তমানে পাহাড়ে তিনটি দলের সংগঠন চলছে। বিমল গুরুঙের প্রত্যাবর্তনের পর যেটা আরো বেড়ে গেছে পাহাড়ের মানুষের মধ্যে।
ওয়াকিবহল মহলের মতে, পিকে এবং অভিষেক ভাল করেই বুঝে গেছেন পাহাড়ের মানুষকে যদি এক না করতে পারা যায় তবে কোনমতেই পাহাড় জয় করা সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে পিকে এবং অভিষেক পাহাড় নিয়ে উঠেপড়ে নেমেছেন।
এছারাও যেখানে যেখানে দলীয় কর্মীদের মধ্যে সমস্যা চলছে সেখানে কর্মীদের সঙ্গেও আলোচনা করবেন অভিষেক এবং পিকে। শিলিগুড়ি ছাড়াও আলিপুরদুয়ার এবং কোচবিহারেও দলীয় কর্মীদের মধ্যে সমস্যা রয়েছে তা সর্বজনবিদিত।
জানা গিয়েছে তাই কোচবিহার এবং আলিপুরদুয়ারের কর্মীদের নিয়ে আলাদা আলাদা করে বসবেন পিকে এবং অভিষেক। কার কি সমস্যা সেটা নিয়ে আলোচনা করবেন অভিষেক এবং পিকে।
অভিষেক এবং পিকের উত্তরবঙ্গ সফর শেষের পর আদতে কতটা মজবুত হয় পাহাড়ের সংগঠন সেটাই দেখার।
(শিলিগুড়ি থেকে কুশল দাশগুপ্তের রিপোর্ট)