বুদ্ধ পূর্ণিমার পূণ্য লগ্নে প্রার্থনা, ‘সেরে উঠুক বিশ্ব, সুস্থ থাকুক সকলে…’

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৌদ্ধ ভিক্ষু। শাস্ত্রে ভিক্ষে মানে মাধুকরী। মাধুকরীতেই চলে বৌদ্ধ মঠের সন্ন্যাসীদের জীবন। কিন্তু নিজের জীবন বিপন্ন করে যাঁরা অন্যের জীবন বাঁচানোর মহৎ সেবায় নিয়োজিত করেছেন তাদের জন্য এবার মাধুকরী সংগ্রহ করেছেন এ শহরের কয়েকজন বৌদ্ধ ভিক্ষু।

বুদ্ধ পূর্ণিমার পূণ্য লগ্নে গৌতম বুদ্ধের সেবার ধর্ম মনে রেখে বৌদ্ধ ভিক্ষুরা মাধুকরী থেকে পাওয়া পিপিই তুলে দেবেন নার্স ডাক্তারদের হাতে।

৭ ই মে বৌদ্ধদের ২৫৬৪ তম বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের পক্ষ থেকে এবছর নিজ নিজ বাড়িতে বুদ্ধপূর্ণিমার বন্দনা জানাতে অনুরোধ করা হয়েছে।

ওই দিন প্রত্যেক ভিক্ষু এবং ভক্তরা সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চশীল বুদ্ধ পূজা এবং বিশ্বকে মহামারী থেকে মুক্তির প্রার্থনা করবেন।

করোনা যুদ্ধে সৈনিক কলকাতার সাংবাদিক মহল, রাজ্য সরকারের ত্রাণ তহবিলে তুলে দেওয়া হল চেক

টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের পক্ষ থেকে ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু জানিয়েছেন এবছর বড় করে বুদ্ধপূর্ণিমা আমরা পালন করা হচ্ছে না। আমাদের বিভিন্ন বৌদ্ধবিহার গুলিতে আমরা সামাজিক কাজকর্মের মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা পালন করব।

টালিগঞ্জ বিজয়গড়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। শিলিগুড়ি বুদ্ধ ভারতী বিহার কমিটির পক্ষ থেকে বুদ্ধ পূর্ণিমা দিনে সকাল থেকে গরিব মানুষের জন্য প্রয়োজনীয় রেশন সহ মাস্ক স্যানিটাইজার বিতরণ করা হয়।
হ্যামিল্টনগঞ্জ পুণ্যজোতি বুদ্ধ বিহারে সকাল থেকে খিচুড়ি বিতরণ করা হয়।  বঙ্গাইগাঁও ধর্মদূত বুদ্ধ বিহার থেকে শরবত ও মিস্টি বিতরণ করা হয়।

এভাবে কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত সহ বিশ্বের সকল বৌদ্ধ সমিতি এবং বুদ্ধ বিহার কমিটি সমূহ পবিত্র বুদ্ধ পূর্ণিমা দিনে নানাভাবে গরিব অসহায় মানুষের সেবার মধ্যেই দিয়েই মহামানব বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়াও সামাজিক দায়িত্ব পালনে আমাদের টালিগঞ্জ মূর এভিনিউ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে সাহায্য করা হয়। তিনি আরও বলেন, মাধুকরী থেকে একশ জন অনুদান হিসাবে বিভিন্ন ধর্মের মানুষরাই আনন্দের সঙ্গে আমাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। লকডাউনে লোকের দোরে দোরে ঘুরে ঘুরে আমরা ভিক্ষা করে টাকা জোগাড় করেছি। নিয়ম মেনেই ছুঁড়ে দিতে বলেছি টাকা। মান-সম্মান না ভেবে কুড়িয়ে নিয়েছি গোটা বাংলায় ভিক্ষুরা ঝুলি নিয়ে ঘুরেছি আমরা বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের পাশে সাধ্যমত দাঁড়াচ্ছি এবং প্রার্থনা সকলেই সুস্থ থাকেন যেন।

সম্পর্কিত পোস্ট