রামমন্দির নির্মাণের সুচনায় ৫০ ভিআইপির উপস্থিতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ৫ ই অগাস্ট থেকে শুরু হতে চলেছে রামমন্দির নির্মাণের কাজ। ওই দিন আনুষ্ঠানিক সুচনার জন্য উপস্থিত থাকবেন ৫০ এর অধিক ভিআইপি অতিথিরা। পুরো অনুষ্ঠান ভক্তদের সামনে তুলে ধরতে রাম মন্দির ট্রাস্টের তরফে জায়ান্ট স্ক্রিনের আয়োজন করা হয়েছে।

গত বছরের নভেম্বর মাসে রামমন্দির নিয়ে ঐতিহাসিক রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। সরকারী তরফে ট্রাস্ট গঠন করে মন্দির নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কিন্তু করোনার কারণে সেই কাজ পিছিয়ে যায়। আগামী ৫ অগাস্ট সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এই কাজ শুরু হবে বলে জানিয়েছে মন্দির ট্রাস্ট।

এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও তিনি উপস্থিত থাকবেন কি না সেবিষয়ে সাউথ ব্লকের তরফে অফিশয়ালি কিছু জানানো হয়নি৷ এছাড়াও যে সমস্ত বিজেপি নেতারা রামমন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এই তালিকায় রয়েছেন বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানি, মুরালি মনোহর যোশি, উমা ভারতী, বিনয় কাটিয়ার এবং সাধ্বি রিতামভরা। এমনকি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংঘ প্রধান মোহন ভগবত।

বাংলায় আইনশৃঙ্খলা না থাকলে কোথায় আছে? উত্তর প্রদেশে কী চলছে? জঙ্গলরাজ বললেও কম হবেঃ মুখ্যমন্ত্রী

করোনা ভাইরাসের কারণে মন্দির নির্মাণের কাজ পিছিয়ে গিয়েছিল, তা ৫ ই অগাস্ট থেকে শুরু হবে। এমনিতেই গত ৮ জুন থেকে মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছে।

গত মার্চ মাসেই রামমুর্তি সরিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু প্রধানমন্ত্রীর লকডাউন ঘোষণার পর তা আটকে যায়।

আগামী নির্বাচন গুলিতে এই রামমন্দির ইস্যুকে হাতিয়ার করেই বিজেপি একাধিক বিধানসভায় প্রচার শুরু করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

যদিও এনসিপি প্রধান শরদ পাওয়ার এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, মন্দির নির্মাণ করলে করোনা থেকে মুক্তি মিলবে না।

সম্পর্কিত পোস্ট