President Election: কে হবে রাইসিনার নয়া অতিথি? রাষ্ট্রপতি নির্বাচনে জটিল সমীকরণ
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: আর তিন মাসের একটু বেশি সময় বাকি, তারপরই নতুন রাষ্ট্রপতি বেছে নেবে দেশ ( President Election )। নিয়ম অনুযায়ী রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) ফের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা আছে।
তবে দেশের রাজনীতির ধারা মেনে সম্ভবত বর্তমান রাষ্ট্রপতিকে দ্বিতীয়বার প্রার্থী ( President Election ) করবে না বিজেপি। সেক্ষেত্রে দেশের নতুন রাষ্ট্রপতি পাওয়ার বিষয়টি একরকম চূড়ান্ত। তবে সর্বসম্মতিক্রমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নাকি হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি রাইসিনায় প্রবেশ করবেন সেটাই এখন দেখার।
Birbhum arson: ভাদু শেখের মৃত্যুর ঘটনায় বীরভূম পুলিশের হাতে গ্রেফতার ৩
আরেকটি গুরুত্বপূর্ণ কৌতুহল হল, কোন সমীকরণ রাষ্ট্রপতি নির্বাচনে বাজিমাত করবে শাসক পক্ষ। সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারলেও তাদের সাংসদ বিধায়ক সংখ্যা ভালোমতো কমেছে।
এদিকে দেশের সাংসদ ও বিধায়কদেরর মাধ্যমে যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি ( President Election ) নির্বাচিত হয় তাতে বিজেপির হাতে এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা নেই এমনকি ছোট ছোট শরিকদলগুলোকে নিয়েও তারা সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্য ছুতে পারবে না।
এক্ষেত্রে নিজেদের পছন্দমতো প্রার্থীকে জিতিয়ে আনতে পুরনো শরিক বিজেডি, অকালি দলের সাহায্য নিতে হতে পারে বিজেপিকে। পাশাপাশি অন্ধপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসও বিজেপি প্রার্থীকে সমর্থন করতে পারে।
এদিকে জল্পনা শুরু হয়েছে সমস্ত বিরোধীদল একজোট হয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে( Nitish Kumar ) রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করতে পারে। সব বিরোধী দল যদি এক ছাতার তলায় আসে তবে স্বাধীন ভারতের ইতিহাসে রেকর্ড গড়ে বিরোধী শিবিরের প্রার্থী ভোটে জিতে রাষ্ট্রপতি হয়ে যেতেই পারেন। তবে হঠাৎ করেই যেভাবে দেশজুড়ে ইডি-সিবিআইয়ের তৎপরতা বেড়েছে তাতে সিঁদুরে মেঘ দেখছে বিরোধী শিবিরের একাংশ।
President Election
তাদের অভিযোগ, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মায়াবতী (Mayawati), এইচডি দেবেগৌড়াদের (H. D. Deve Gowda) উপর চাপ তৈরির চেষ্টা করছে বিজেপি। যাতে এদের মধ্যে একজন-দুজন রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে বিজেপির প্রার্থীকে সমর্থন করে। তাহলে মোদি-শাহদের ভাবনা অনেকটা কমবে।
এই পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ( Venkaiah Naidu) রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে আছেন বলে খবর। পাশাপাশি কেরলের রাজ্যপাল আরিফ মহাম্মদ খানের (Arif Mohammad Khan ) নামও বিজেপি প্রার্থী হিসেবে ভেসে উঠেছে। যদিও সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও নিজের প্রার্থীকে জিতিয়ে আনতে কেন্দ্রের সরকারে থাকা বিজেপি শেষ পর্যন্ত কোন কৌশল নেবে সেটা এখনও পরিষ্কার নয়।