নির্ভয়াকাণ্ডে দোষী মুকেশ কুমারের প্রানভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্ভয়া মামলায় দোষী মুকেশ কুমারের প্রানভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকালে নির্ভয়া কান্ডে দোষী সাব্যস্ত মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজের প্রস্তাব দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে মুকেশ সিংকে বাঁচানোর সমস্ত রাস্তাই বন্ধ।

মঙ্গলবার মুকেশ কুমারের দায়ের করা কিউরিটিভ পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এরপরেই রাষ্ট্রপতির কাছে প্রানভিক্ষার আর্জি জানায় মুকেশ। শুক্রবার সেই মুকেশের আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতি। মঙ্গলবার খারিজ হয় বিনয় শর্মার কিউরিটিভ পিটিশন।

উল্লেখ্য, প্রায় ৭ বছর ধরে মামলা চলার পর চলতি বছরের ৭ জানুয়ারি রায়দান করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ২২ জানুয়ারি নির্ভয়া কাণ্ডের চার দোষীকে ফাঁসির নির্দেশ দেয় আদালত। কিন্তু পরবর্তীকালে আইনি জটিলতার কারণে তা পিছিয়ে যায়।

ফাঁসি নিয়ে জেলের তরফে তথ্য চেয়ে পাঠায় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সূত্রের খবর, দিল্লি প্রশাসনের কাছে ফাঁসির নতুন তারিখ জানতে চেয়েছে তিহাড় জেল।

আরও পড়ুনঃ উপত্যকাকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করে তোলার পথে ৩৭০ ধারা বিলোপ সহায়কঃ নারাভানে

অন্যদিকে নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসির দিন পিছিয়ে যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দিনক্ষণ পিছিয়ে যাওয়ার জন্য একে অপরের দিকে আঙুল তুলছে আম আদমি পার্টি এবং বিজেপি। ২২ জানুয়ারি দোষীদের ফাঁসির আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন নির্ভয়ার মা আশাদেবী।

দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতির কাছে প্রানভিক্ষা চেয়েছেন দোষীদের একজন মুকেশ সিং। রাষ্ট্রপতি তা নাকচ করে দিলেও দোষীকে ফাঁসির ১৪ দিন আগে নোটিশ দিয়ে সেকথা জানানো প্রয়োজন। তাই ২২ জানুয়ারি ফাঁসি দেওয়া সম্ভব নয়।

২০১৭ সালে ঘটনার নৃশংসতার কথা মাথায় রেখেই দোষীদের মুক্তির আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এহেন সিদ্ধান্তের পর নতুন করে জল্পনা তৈরি হয়। দিল্লি সরকার সূত্রের খবর, মুকেশের প্রানভিক্ষার আর্জি উপরাজ্যপালের কাছে সুপারিশ করেছে কেজরিওয়াল সরকার। যদিও সেই আর্জি পড়ে খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সম্পর্কিত পোস্ট