অগ্নিমূল্য সবজি বাজার, কলকাতা সহ বিভিন্ন বাজারে অভিযান ইবির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অগ্নিমূল্য সবজির দাম। একেকটি বাজারে একেক রকম সবজির দাম। তাতে হাত দেওয়াই সার। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে।

সল্টলেকে সিকে মার্কেট এবং জিডি মার্কেট সহ বিভিন্ন বাজারে হানা দেয় ইবি। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল এই বাজারগুলি থেকে বেশি পরিমাণে জিনিসপত্রের দাম নেওয়া হচ্ছে।

সেই অভিযোগের ভিত্তিতে ইবির আধিকারিকরা আচমকা বাজারে হানা দেয়। মূলত সবজি মার্কেটে প্রথমে তারা ঢুকে খতিয়ে দেখে আলু, পিঁয়াজ সহ অন্যান্য সবজি ও জিনিসপত্রের দাম ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা।

পাশাপাশি তারা মাছের বাজারেও হানা দেয়। সেখানেও তারা দেখে মাছের দাম ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা।

খতিয়ে দেখা হয় কোনো ব্যবসায়ী পিঁয়াজ বা আলু গোডাউনে স্টক করে রেখেছে কিনা। সরকারি নিয়ম মেনে সবাইকে জিনিসপত্রের দাম ঠিকঠাক নিতে হবে এবং গোডাউনে কাঁচা জিনিসপত্র স্টক করে রাখা যাবে না বলে এদিন কড়া বার্তা দেন আধিকারিকরা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bangladesh-airlines-kolkata-flight-suspended-indefinitely/

নাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যেক বাজার কমিটিকে এবং  ব্যবসায়ীদেরকে জানানো হয় ইবির পক্ষ থেকে।

প্রসঙ্গত, শনিবার সকাল বেলা কলকাতা মানিকতলা বাজারেও হানা দেয় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। শুধু মানিকতলা বাজার নয় এর পাশাপাশি শহর কলকাতার বিভিন্ন বাজারে হানা দেন ইবি আধিকারিকরা।

আলু, পিঁয়াজ, সবজির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷

এদিন বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়-

  • পাইকারি ব্যবসায়ীরা ২৫ মেট্রিক টন অর্থাৎ ২৫ হাজার কেজির বেশি পিঁয়াজ মজুত রাখতে পারবেন না ।
  • খুচরো ব্যবসায়ীরা ২ মেট্রিক টন অর্থাৎ ২ হাজার কেজির বেশি পিঁয়াজ মজুত রাখতে পারবেন না৷
  • এমনকি আলু বেশি পরিমাণ মজুত রাখতে পারবেন না ব্যবসায়ীরা ।
  • পাশাপাশি নির্দিষ্ট দাম বেঁধে দেওয়া হয়েছে ।তার বেশি দামে আলু বিক্রি করতে পারবেন না ব্যবসায়ীরা।
  • যদি বেশি দামে আলু বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • পাশাপাশি যারা কোনও রসিদ ছাড়াই কেনাবেচা করছে তাদেরও সতর্ক করা হয় ৷

উল্লেখ্য, পাইকারি বাজারে ৪৫ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি করা হচ্ছে । খুচরো বাজারে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি হওয়ার কথা। কিন্তু কোথাও কোথাও তা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে৷

কলকাতা এবং সংলগ্ন এলাকায় জ্যোতি আলু বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে। চন্দ্রমুখীর দাম ঘোরাফেরা করেছে ৪৬ থেকে ৫০ টাকার আশপাশে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম।

কোথাও কোথাও পটলের দাম কিলো প্রতি ৮০ টাকা ছুঁয়েছে । টম্যাটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকায় ৷ কাঁচা লঙ্কার দাম কোথাও ২০০ টাকা, কোথাও আবার ২৫০ টাকা ৷

‌ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা থেকে ৬০ টাকা দরে ৷ এইসব কিছু সবজি এবং আলু পিঁয়াজের দাম খতিয়ে দেখছেন আধিকারিকরা। তারা বারবার করে সতর্ক করছেন ব্যবসায়ীদের।

আগামী দিনে অভিযান চলবে বলে জানিয়েছেন আধিরকারিকরা।

সম্পর্কিত পোস্ট