কোভিড টিকাকরণ নিয়ে জরুরী বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের কোভিড (Covid19) টিকাকরণ বিষয়ে জানতে ৪০ জন জেলাশাসকদের নিয়ে ৩ নভেম্বর বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এখনও কেন ওই জেলাগুলিতে টিকাকরণের (Vaccine) হার কম? তা জানতেই ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর।

সূত্রের খবর, যে সমস্ত জেলাগুলিতে কোভিড টিকাকরণের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের হার কম সেই সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক সারবেন তিনি। এরমধ্যে রয়েছে মহারাষ্ট্র, মেঘালয়, ঝাড়খন্ড, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের জেলাশাসকরা৷ উপস্থিত থাকার কথা রয়েছে এই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও৷

ভারত বনাম নিউজিল্যান্ড: ভার্চুয়াল সেমিফাইনালে মুখোমুখি দুই শক্তিধর দেশ

এই মুহুর্তে জি২০ (G-20) সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এরপর সিওপি ২৬ এর বৈঠক সারবেন তিনি। দেশে ফিরেই কোভিড টিকাকরণ নিয়ে জরুরী বৈঠক সারবেন তিনি৷ এমনটাই প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর।

কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানিয়েছেন, দেশজুড়ে টিকাকরণ ১০০ কোটি পার করলেও এখনও অবধি ১০ কোটির বেশী মানুষ টিকা পায়নি। তাই টিকাকরণের গতি বাড়াতেই এই বৈঠক।

সম্পর্কিত পোস্ট