বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শোনা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে।

জম্মু-কাশ্মীরের এক বর্ষীয়ান নেতার কথায় বৈঠকের কথা রয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, উপরাজ্যপাল মনোজ সিনহা এবং অন্যান্য নিরাপত্তা বিষয়ক অফিসারদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতেই জল্পনা আরও প্রকট হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় কেন্দ্র। ৩৭০ ধারা এবং ৩৫(এ) সরিয়ে নেওয়ার পর জন্ম নেয় দুই কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখ। দীর্ঘ সময় ধরে বন্দী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ সহ অন্যান্য নেতারা। গত বছর নির্বাচনের আগে মুক্তি পান তাঁরা৷

প্রয়াত ভারতীয় দৌড়বীদ মিলখা সিং

কয়েকদিনে ধরেই জল্পনা চলছিল ২০১৮ এর স্থগিত বিধানসভা নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। সেবিষয়েও কী কোনও সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী রয়েছে জল্পনা। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনতে একজোট হয়েছে সাতটি আঞ্চলিক দল। ফারুক আবদুল্লাহের নেতৃত্বে গুপকর জোট কেন্দ্রের সঙ্গে কথা বলতে রাজি রয়েছে বলে জানা গিয়েছে।

কিছুদিন আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বাসভবনে বৈঠক করেন পিজিডিএ নেতারা। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফারুক আবদুল্লাহের বক্তব্যে তারই ইঙ্গিত মিলেছে। এত সহজে জায়গা ছাড়তে রাজি নন তিনি।

গত বছর জম্মু-কাশ্মীরের স্থানীয় নির্বাচনে ১০০ এর অধিক আসন পায় গুপকর জোট। ৭৪ টি আসন পায় বিজেপি। জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের পক্ষে মানুষ রায় দেয়নি। এমনটাই মত ছিল রাজনৈতিক মহলের৷ এখন নতুন বৈঠকে জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্র কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

সম্পর্কিত পোস্ট