আগামী সপ্তাহ থেকেই চালু বেসরকারি বাস-মিনিবাস, একনজরে নতুন রুট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে চলবে বেসরকারি বাস মিনিবাস ৷ কন্টেন্টমেন্ট জোনের বাইরে মিলবে এই পরিষেবা ৷ তবে এক ধাক্কায় অনেকটাই বাড়ছে বাসের ভাড়া ৷ ৮ টাকার ভাড়া এক ধাক্কায় বেড়ে হল ৩০ টাকা৷ বাসের ক্ষেত্রে ৭ টাকার ভাড়া ২৫ টাকা৷
একনজরে দেখুন প্রস্তাবিত নতুন ভাড়া–
- মিনিবাসের ক্ষেত্রে- ০-৬ কিলোমিটার পর্যন্ত ৩০ টাকা ৷
- ৬-১০ কিলোমিটার পর্যন্ত ৩৫ টাকা৷ ১০-১৬ কিলোমিটার পর্যন্ত ৪০ টাকা ৷
- ১৬-১৯ কিলোমিটার পর্যন্ত ৪৫ টাকা।
- মিনিবাসে পুরনো ভাড়া ছিল- ০-৩ কিলোমিটার পর্যন্ত মাত্র ৮ টাকা ৷
- ৩-৬ কিলোমিটার পর্যন্ত ৯ টাকা৷
- ৬-১০ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা ৷
- ১০-১৬ কিলোমিটার পর্যন্ত ১১ টাকা ৷
- ১৬-১৯ কিলোমিটার পর্যন্ত ১২ টাকা৷
- বেসরকারি বাসের নতুন ভাড়া- ০-৪ কিলোমিটার পর্যন্ত ২৫ টাকা ৷
- ৪-১২ কিলোমিটার পর্যন্ত ৩০ টাকা ৷
- ১২-১৬ কিলোমিটার পর্যন্ত ৩৫ টাকা ৷
- ১৬-২০ কিলোমিটার পর্যন্ত ৪০ টাকা ৷
- ২০-২৪ কিলোমিটার পর্যন্ত ৪৫ টাকা ৷
- বেসরকারি বাসের পুরনো ভাড়া ছিল- ০-৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল মাত্র ৭ টাকা৷
- ৪-১২ কিলোমিটার পর্যন্ত ৯ টাকা৷
- ১২-১৬ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা৷
- ১৬-২০ কিলোমিটার পর্যন্ত ১১ টাকা৷
- ২০-২৪ কিলোমিটার পর্যন্ত ১২ টাকা৷
লকডাউনে অন্নপূর্ণা -র চতুর্থ পর্বে জন্মদিনে শিশুদের সঙ্গে অতনু প্রসাদ মিত্র
যে সব রুটে বেসরকারি বাস চলবে–
12C, 1, 212, 37, 80, 80A, 78, 78/1, 234, 234/1, 80B, 230, 202, 222, 210, 227, 34C, 30A, 219, 79B, 91, K1, 3C/1, 47B, 215, 93, KB16, 214, 214A, DN9, 262, 40, 34B, 32, 32A, 21, 21/1, 40ABC, SD4, SD4/1।
ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানালেন, লকডাউনে বাসে উঠলেই দিতে হবে নুন্যতম ২৫ টাকা৷ মিনিবাসের ক্ষেত্রে ৩০ টাকা৷ যদিও জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের ভাড়ার তালিকা এখনও জানা যায়নি৷ লকডাউনের তৃতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে ১৭ মে৷ তবে এরপরও লকডাউন বাড়তে পারে৷
তবুও সামনের সপ্তাহ থেকেই কলকাতা সহ রাজ্যজুড়ে পুরোদমে চালু হচ্ছে বেসরকারি বাস, মিনিবাস পরিষেবা৷ সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মিলবে পরিষেবা৷ কিছু বাস রুটে রদবদল করা হবে৷ প্রসঙ্গত, গ্রিন ও অরেঞ্জ জোনে ২০ জন যাত্রী নিয়ে বাস চালানোর নির্দেশ আগেই দেওয়া হয়েছিল৷
তাছাড়া বেশ কিছু নিয়ম মেনে বাসে উঠতে হবে৷ বাস মিনিবাসের পাশাপাশি এবার রাস্তায় মিলবে হলুদ ট্যাক্সিও৷ সোমবার থেকে রাজ্যজুড়ে রাস্তায় মিলবে ট্যাক্সি পরিষেবা৷ কিন্তু ট্যাক্সিতে উঠলেই দিতে হবে ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া৷
সূত্রের খবর,করোনা আবহে ট্যাক্সিতে উঠলেই ৩০ টাকার বদলে দিতে হবে ৩৩ টাকা৷ একইসঙ্গে মিটারে যে ভাড়া উঠবে তার থেকে আরও অতিরিক্ত ৩০ শতাংশ বেশি ভাড়া গুনতে হবে যাত্রীকে৷ বা