আগ্রায় জেলবন্দী মৃত আসামীর পরিবারের সঙ্গে দেখা করতে চললেন প্রিয়াঙ্কা, পথ আটকালো পুলিশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার জেলবন্দী অবস্থাতেই মৃত্যু হয় আগ্রার এক ব্যক্তির। মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে আগ্রার উদ্দেশ্যে রওনা দেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এবারেও ফের পথ আটকালো পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের বক্তব্য, মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি নেই প্রিয়াঙ্কা গান্ধীর কাছে।

মৃত ব্যক্তির নাম অরুণ। প্রায় ২৫ লক্ষ টাকা চুরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বুধবার সেই পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রিয়াঙ্কা। সেখানেই আটকে দেওয়া হয় তাঁকে।

কংগ্রেসের দাবী, এর আগে লাখিমপুর খেরিতে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে আটক করা হয়। এবারেও তাঁর রাস্তা আটকে দাঁড়ালো পুলিশ।

ফের সিএএ কার্যকর করার দাবীতে সরব বিজেপি

ইতিমধ্যেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে পুলিশের ভিড় ঠেলে এগিয়ে যেতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে। এরপর আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ প্রিয়াঙ্কা গান্ধীকে গাড়ি ঘুরিয়ে নেওয়ার কথা জানাচ্ছে।

এমনকি প্রিয়াঙ্কা গান্ধী এও বলতে শোনা যাচ্ছে, আমি যেখানে যাবো সেখানে আমার অনুমতির প্রয়োজন? একজন মৃত মানুষের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি এতে সমস্যা কোথায়? এটা কোন ধরনের আইনশৃঙ্খলা?

প্রসঙ্গত, জগদীশপুরাতে ২৫ লক্ষ টাকা চুরির অভিযোগে গ্রেফতার করা হয় অরুণকে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই অসুস্থ হয়ে পড়েছিল ওই ব্যক্তি। রাতেই মৃত্যু হয় তার।

সম্পর্কিত পোস্ট