লাখিমপুরে মৃত কৃষকদের শ্রদ্ধানুষ্ঠানে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: চলতি মাসে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনায় আলাদা রাজনৈতিক মাত্রা যোগ হয়েছে। মঙ্গলবার কৃষকদের প্রতি শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত হবেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রিয়াঙ্কা গান্ধীকে রুখতে ইতিমধ্যেই লাখিমপুর-সীতাপুর-লখনউ হাইওয়েতে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
হাইওয়ের ওপর ইতিমধ্যেই দেখা গিয়েছে “রাহুল গান্ধী গো ব্যাক” স্লোগান। একাধিক পোস্টারে কংগ্রেসকে কটাক্ষ করে একাধিক মন্তব্য রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এসব করে মিথ্যে সহানুভূতি আদায় করতে চাইছে কংগ্রেস।
ইতিমধ্যে সংযুক্ত কিষাণ মোর্চার তরফে তিকোনিয়ায় শুরু হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান৷ একাধিক কৃষক সংগঠনের নেতৃত্ব ইতিমধ্যে তিকোনিয়ায় উপস্থিত হয়েছে। উপস্থিত হয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের রাকেশ টিকায়িত।
তবে কৃষকদের মঞ্চে রাজনৈতিক কোনও ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা। এমনটাই জানিয়েছেন বিকেইউ নেতৃত্ব।
এর আগে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনাকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি৷ মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের নজরদারিতে থাকতে হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে। পরে লাখিমপুর যাওয়ার অনুমতি পান তিনি।
৪ কৃষককে গাড়িতে পিষে মারার ঘটনায় অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রের দিকে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।