নতুন সভাপতি এলেও কংগ্রেসের ব্যাটন গান্ধিদের হাতেই, গুজরাট-হিমাচলে ‘মুখ’ প্রিয়াঙ্কা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আর কয়েকদিনের মধ্যেই দীর্ঘ ২৪ বছর পর কংগ্রেসের সভাপতি পদে গান্ধি পদবিধারী আর কেউ থাকবেন না। এমনকি পারিবারিক সম্পর্কের কেউও দ্বায়িত্ব নেবেন না। শশী থারুর বা মল্লিকার্জুন খাড়্গের মধ্যে যিনিই সভাপতি হন, তিনি সম্পর্কে গান্ধিদের কেউ নন।
তবে দলের ব্যাটন যে গান্ধিদের হাতেই থাকতে চলেছে তা একটি সিদ্ধান্ত থেকে ফের পরিষ্কার হয়ে গেল। আসন্ন গুজরাট ও হিমাচল প্রদেশের নির্বাচনে নতুন সভাপতি নয়, কংগ্রেসকে নেতৃত্ব দেবেন প্রিয়াঙ্কা গান্ধি।
যেহেতু রাহুল গান্ধি ‘ভারত জোড়ো’ যাত্রায় ব্যস্ত থাকবেন, তাই মেয়ে প্রিয়াঙ্কাকে এই গুরুদায়িত্বে এগিয়ে দিলেন সোনিয়া। আগামী নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে ভোট হওয়ার কথা গুজরাট ও হিমাচল প্রদেশে।
গাছে কাঁঠাল, গোঁফে প্রধানমন্ত্রীর কুর্সী! বিরোধী শিবিরে উচ্চাভিলাসী বহু
এই দুই রাজ্যে বর্তমানে কংগ্রেস প্রধান বিরোধী দল। কিন্তু ঘারের কাছে নিঃশ্বাস ফেলছে কেজরিওয়ালের আপ। এদিকে গুজরাটে বিজেপি বিরোধী হাওয়াও প্রবল। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কা খুব দ্রুত প্রচারে নেমে পড়বে বলে কংগ্রেস সূত্রে খবর।
এই দুই রাজ্যে ভোটের সময় রাহুল গান্ধি ‘ভারত জোড়ো’ যাত্রায় হাঁটবেন। কিন্তু তাঁর যাত্রাপথে গুজরাট বা হিমাচল প্রদেশ, ভোটমুখী দুই রাজ্যের একটিও নেই। যা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে প্রিয়াঙ্কাকে দায়িত্ব দেওয়ায় দুই রাজ্যের কংগ্রেস কর্মীরাই খুশি।
কিন্তু তিনি আদৌ কতটা কী করতে পারবেন তা নিয়ে প্রশ্ন আছে। কারণ চলতি বছরের প্রথমদিকে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের দায়িত্ব পেয়েছিলেন প্রিয়াঙ্কা। কংগ্রেসকে সাফল্য এনে দিতে প্রাণাতিপাত করেন। কিন্তু ফল ফেললে দেখা যায়, ৪০৩ আসনের বিধানসভায় কংগ্রেস মাত্র ২ টি আসন পেয়েছে!