বারাণসী থেকে পরিবর্তনের ডাক দিলেন প্রিয়াঙ্কা
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসী থেকেই “কৃষক ন্যায় যাত্রা” র মাধ্যমে প্রচারপর্ব শুরু করলেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনকালে উত্তরপ্রদেশে একের পর এক ঘটনা ঘটেছে তার কড়া নিন্দা জানান তিনি।
সম্প্রতি লাখিমপুর খেরির ঘটনাও উল্লেখ করে সরকারের নিন্দা করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, আমি প্রত্যেক কৃষকের পরিবারের সঙ্গে দেখা করেছি। কিন্তু প্রত্যেকেই বলেছেন আমরা ন্যায় চাই। কিন্তু এই সরকারের থেকে ন্যায় পাওয়া সম্ভব নয়৷ প্রধানমন্ত্রী লখনউ এসে ঘুরে যেতে পারেন, কিন্তু ২ কিলোমিটার দূরে লাখিমপুরে মৃত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন না।
লাখিমপুরের ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও অবধি অজয় মিশ্রকে মন্ত্রীসভা থেকে সরানো হয়নি। অবিলম্বে মন্ত্রীসভা থেকে অজয় মিশ্রকে সরানোর দাবীতে সরব হয়েছেন তিনি৷ নাহলে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।
কংগ্রেস মহাসচিবের কথায়, কৃষকের কথা ভাবে না এই সরকার৷ ভাবলে প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা যেতে পারতেন। বারবার আন্দোলনকারী কৃষকদের একাধিক তকমা দেওয়া হয়েছে। কিন্তু কৃষকরা আন্দোলন অটুট রেখেছেন। প্রধানমন্ত্রী কৃষকের কথা ভাবেন না। ভাবেন আরবপতী সরকারের কথা৷
এছাড়াও উত্তরপ্রদেশের বেকারত্ব, মহিলাদের সুরক্ষা, হাথরাস, সোনভদ্রের ঘটনা উল্লেখ করেন প্রিয়াঙ্কা গান্ধী। এরপরেই বলেন, অনেক হয়েছে। আর নয়। এবার পরিবর্তন দরকার৷ যতদিন না পরিবর্তন আসবে আমি এখানেই থাকবো।