লাখিমপুর খেরি যাবেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, যাবেন তৃণমূলের প্রতিনিধি দল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার লাখিমপুরের ঘটনার সোমবার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
একইসঙ্গে ওই দিন লাখিমপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূলের ৫ জনের প্রতিনিধি দল৷ সেই তালিকায় কাকলী ঘোষ দস্তিদার, দোলা সেন, প্রতীমা মণ্ডল, আবীর রঞ্জন এবং সুস্মিতা দেব।
রবিবার লাখিমপুর খারিতে ৮ জন কৃষকের মৃত্যুর ঘটনায় সারা দেশে সমালোচনা শুরু হয়েছে৷ উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য এবং কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর লাখিমপুর খেরি জেলা সফর ঘিরে রবিবার সকাল থেকেই আন্দোলন শুরু করেন কৃষকরা৷
যা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ কৃষকদের তরফে জানানো হয়েছে ৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনার কড়া সমালোচনা করেছেন বিরোধী দলের নেতৃত্ব।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তৃণমূলের ৫ জনের প্রতিনিধি দল উপস্থিত হবেন বলে জানিয়েছেন তিনি।
দোষিদের বিরুদ্ধে ৩০২ ধারর মামলা রুজু করার দাবী জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা৷ মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা৷
অন্যদিকে লাখিপুরের ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দোষিদের কঠিন শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ঘটনার বিষয়ে কাউকে বিভ্রান্ত না করা হয় সেই দাবী জানিয়েছেন তিনি।