ভবানীপুরে মমতার মুুখোমুখি বিজেপির বাজি প্রিয়াঙ্কা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াই করবেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ।
আগেই ভারতীয় জনতা পার্টির এক সূত্র মারফত জানা গিয়েছিল এবারে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো মহিলা নেত্রীকেই প্রার্থী করতে চাইছে বিজেপি। সেক্ষেত্রে একাধিক নাম উঠে এলেও লড়াকু নেত্রী প্রিয়াঙ্কার টিব্রেওয়ালকেই বেছে নেয় বিজেপি।
একইসঙ্গে এ দিন সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে বিজেপি। সামশেরগঞ্জে বিজেপির প্রার্থী মিলন ঘোষ এবং জঙ্গিপুরে জাকির হোসেনের মুখোমুখি লড়াই করবেন সুজিত দাস।
প্রসঙ্গত রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর তৃণমূলের শক্ত ঘাঁটি ।অনায়াসেই সেখানে জয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন তৃণমূলের প্রার্থীরা। তবে এবারেও নজর থাকবে ভবানীপুরের দিকে।
বিশ্লেষকদের একাংশ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ১০০ শতাংশ নিশ্চিত। তা সত্বেও এই অঞ্চলের বেশকিছু অবাঙালি ভোট রয়েছে। যেগুলি নিয়ে চাপে রয়েছে ঘাসফুল শিবির।
২০২১ এর বিধানসভা নির্বাচনের কেন্দ্র থেকে লড়াই করে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দেন ভবানীপুর কেন্দ্র থেকে। ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন ভবানীপুরে।
উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে ঝড় তুলেছে তৃণমূল। বাংলা নিজের মেয়েকে চাই এই স্লোগানকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে লড়াই করেছিল ঘাসফুল।
এবারে সেই স্লোগানে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে ভবানীপুর নিজের মেয়েকে চাই। এবার এই স্লোগানে ভবানীপুরের বিভিন্ন প্রান্তের দেওয়াল জুড়ে চলছে লিখন। সব মিলিয়ে ৩০ সেপ্টেম্বর থাকবে এবার ভবানীপুরের দিকেই।
উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচনে আজই মনোনয়ম জমা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুপুরে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে তিনি মনোনয়ন জমা দেবেন।