বাড়ছে রাজনৈতিক উত্তাপ, যোগীর গোরক্ষপুরে সভা প্রিয়াঙ্কার

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সাড়ে তিন মাস বাকি থাকতেই নির্বাচনী উত্তাপে ফুঁটছে উত্তরপ্রদেশ। রবিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিধানসভা কেন্দ্রে প্রচার সভা রয়েছে কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরার (Priyanka Gandhi Vadra)।

দিপাবলীর পর গোরক্ষপুর থেকে নির্বাচনী ইস্তেহার নিয়ে প্রতিজ্ঞা যাত্রা শুরু করার কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধী বঢরার। কিন্তু তার আগেই সভা সারতে চাইছে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, শুরুর দিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গড়ে প্রচার শুরু করে ফোকাসে আসতে চাইছে কংগ্রেস।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লোকসভা কেন্দ্র বারাণসী থেকে প্রচার শুরু করেছেন প্রিয়াঙ্কা এবার পুর্বাঞ্চলের আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে জনসভা করে চমক দিতে চাইছেন তিনি।

গোরক্ষপুরের মতো জায়গায় কতটা জনমত পাবেন প্রিয়াঙ্কা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একেবারে নীচুতলার কর্মীদের সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু (Ajay Kumar Lallu)। লড়াই কঠিজ জেনেও নিজেই নেমে পড়েন জনসংযোগে। তারপরেই কংগ্রেস নেত্রীর সভার সূচি স্থির করে প্রদেশ কংগ্রেস কমিটি।

এই সভা থেকেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে প্রদেশ কংগ্রেসের নেতারা। পূর্বাঞ্চলে সাধারণ মানুষের জন্য কাজ করেছে কংগ্রেস৷ তাই কংগ্রেসের সভায় তাঁরাই উপস্থিত থাকবেন।

 

সম্পর্কিত পোস্ট