তৃণমূলেই থাকছেন শুভেন্দু, উত্তর কলকাতায় দুই ঘণ্টা বৈঠকের পর জানালেন সৌগত রায়

দ্যা কোয়ারি ওয়েবডেস্ক : তৃণমূলেই থাকছেন শুভেন্দু। উত্তর কলকাতায় দুই ঘণ্টা বৈঠকের পর জানালেন সৌগত রায়।

তৃণমূল এই থাকছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পর এ কথাই জানা গিয়েছে।

আগেও শুভেন্দুর মান ভাঙানোর জন্য তৎপর হয়েছিল দল। প্রথমে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর নিজে উদ্যোগী হয়ে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর বাড়িতে তার সঙ্গে কথা বলতে যান।

যদিও সে সময় প্রশান্ত কিশোরের সঙ্গে কথা বলতে রাজি হননি শুভেন্দু অধিকারী। এরপর তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে শুভেন্দুর মান ভাঙাতে দায়িত্ব দেওয়া হয় দমদমের সাংসদ সৌগত রায়ের উপর।

সৌগত রায় দু’দফা তার সঙ্গে বৈঠক করেন। যদিও এর মাঝে নিজের মন্ত্রিত্ব ত্যাগ করেন শুভেন্দু অধিকারী। আর তাতেই জোরালো হয় তার দল ছাড়ার জল্পনা।

সৌগত রায়ের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী বারবার প্রশান্ত কিশোরের মাধ্যমে দল চালানো নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন,তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশ মেনে তার কাজ করতে কোন অসুবিধা নেই। তবে প্রশান্ত কিশোরের নির্দেশ মতো তিনি চলতে পারবেন না।

এদিন যাকে নিয়ে মূল সমস্যা তাদের দুজনের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। উত্তর কলকাতায় এই বৈঠকের সৌগত রায় ছাড়াও হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর।

মুখোমুখি আলোচনাতেই তাদের আভ্যন্তরীণ দূরত্ব দূর করা সম্ভব হয়েছে। এদিন প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর, সৌগত রায় জানিয়েছেন শুভেন্দু অধিকারী তৃণমূলেই থাকছেন। তিনি দল ত্যাগ করছেন না।

মূলত যে যে বিষয়গুলি নিয়ে তার ক্ষোভ ছিল তা সমাধান করা সম্ভব হয়েছে। এরপর যা বলার শুভেন্দু অধিকারীই বলবেন।

যদিও যখন এই রিপোর্ট লেখা হচ্ছে তখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের তরফ থেকে আশা করা হয়েছে শীঘ্রই তার প্রতিক্রিয়া প্রকাশ্যে আসবে।

সম্পর্কিত পোস্ট