বিমান ওঠানামায় সমস্যা, বন্ধ ‘বুর্জ খলিফা’র লেজার শো
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবারের দুর্গাপুজোয় নজর কেড়েছে শ্রীভূমি। দুবাইয়ের ‘বুর্জ খালিফা’র আদলে মন্ডপ ও আলোর রোশনাই দেখতে তৃতীয়া থেকেই ভীড় উপচে পড়েছিল। তবে সেই চোখ ধাঁধানো আলোর রোশনাই বন্ধ করতে হচ্ছে শ্রীভূমিকে। কারণ, মণ্ডপে লাগানো লেজার আলোয় বিমান চলাচলে সমস্যা হচ্ছে৷
এমনই অভিযোগ জানিয়েছেন বিমান চালকরা৷ অভিযোগ পাওয়ার পরই লেজার আলো নিভিয়ে দিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সূত্রের খবর, সোমবার এটিসিতে অভিযোগ জানানো হয়৷ একাধিক সমস্যার কথা ভেবে মণ্ডপের লাইটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো উদ্যোক্তারা।
কিন্তু সোমবার তিনটি বিমান সংস্থার তিন পাইলট এটিসিতে অভিযোগ করেন৷ তাঁরা অভিযোগে জানান, লেজার আলোর কারণে বিমান ওঠানামা একাধিক সমস্যা হচ্ছে৷
প্রতিবারই দর্শনার্থীরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় নতুন অভিজ্ঞতার সাক্ষী হন৷ পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, ‘১৪০ ফুট উঁচু বুর্জ খালিফা৷ তা দেখতে প্রায় প্রতিদিনিই ভিড় বাড়াচ্ছেন আমজনতা।