দুর্নীতির বিরুদ্ধে সরব হাওয়ার কারণেই অধ্যাপককে সাসপেন্ড করল বিশ্বভারতী!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বেনিয়ম এবং দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশী সোচ্চার হয়েছিলেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। বিশ্বভারতীর দুর্নীতির অভিযোগ তুলে একাধিক চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে। সেই অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করল বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি পাঠভবনের অধ্যক্ষ নিয়োগ নিয়ে অভিযোগ আনেন সুদীপ্ত ভট্টাচার্য। সেই কারণেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার বিশ্বভারতীর সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মঞ্জুমোহন মুখোপাধ্যায়, দুলালচন্দ্র ঘোষ এবং সম্প্রতি পাঠভবনের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত বোধিরূপা সেন সহ অন্যান্যরা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/trinamool-activist-killed-in-marichbari-bjp-attacked-by-north-bengal-development-minister-rabindranath-ghosh/

সম্প্রতি পাঠভবনের অধ্যক্ষ পদে বোধিরূপা সেনকে নিয়োগের বিরুদ্ধে সরব হয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল , কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং উপাচার্যকে চিঠি দেন অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বিশ্বভারতীর অধ্যাপক কমিটির সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য। সূত্রের খবর, ওই দিনের বৈঠকেই অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের সাসপেন্ড নিয়ে আলোচনা হয়।

বিশ্বভারতীর তরফে অভিযোগ তোলা হয়েছে, বিশ্বভারতীর এক কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। যা অধ্যাপকদের অনেকেই বিরোধিতা করেছেন। এমনকি প্রতিবাদ করেন অনেকে। তাই এই বিষয়টি মাথায় রেখে সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে।

যদিও অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ডের বিরোধিতা করেছেন বিশ্বভারতীর একাংশ। কোনও তদন্ত না করেই এই সিদ্ধান্ত একপেশে বলে দাবী করছেন অনেকে।

এর আগে মঙ্গলবার অধ্যাপিকা সুতপা বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়। বৃহস্পতিবারের বৈঠকে অধ্যাপিকা সুতপা মুখপাধ্যায়কে সাসপেন্ড করার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর অধ্যাপিকার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট