মেয়ো রোডে রক্তে লিখে আইন বাতিলের ডাক কৃষকদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কৃষক বিরোধী বিল নিয়ে দলকে সর্ব শক্তি দিয়ে অন্দোলনে নামার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই ডাকে বাংলার কৃষকরা শুক্রবার ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিলেন।

গোটা দেশে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে সামনের সারিতেই রয়েছে রাজ্যের শাসকদল। মূলত তৃণমূলের প্রবল বিরোধিতার তার আঁচ ভালই পড়ল বাংলাজুড়ে।

সকাল থেকে কলকাতার এদিন কলকতার মেয়ো রোডে ধরনায় বসে তৃণমূলের খেতমজুর সংগঠন। এই সংগঠনের রাজ্য সভাপতি বেচারাম মান্নার নেতৃত্বে তাতে যোগ দিলেন বহু কৃষক।

রক্তে লেখা পোস্টার, সবজি দিয়ে তৈরি ভারতের মানচিত্রের মাধ্যমে এদিন তাঁরা কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেন। তৃণমূল এভাবেই অবস্থান বিক্ষোভের মাধ্যমেই প্রতিবাদের পথে হাঁটল।

অন্যদিকে, বামপন্থীরা নামলেন রাস্তায়। উত্তরবঙ্গ, ‘শস্যগোলা’ বর্ধমান থেকে কলকাতার রাজপথ – কৃষি বিলের প্রতিবাদে উড়ল লাল নিশান।

দিনভর এমনই টুকরো ছবিতে কৃষক স্বার্থে রাজ্যে দলমত নির্বিশেষে একটা একতার ছবি ধরা পড়ল। ভারী বৃষ্টিকে উপেক্ষা করে সারা একদিকে তৃণমূল, অন্যদিকে বাম কংগ্রেস মিছিল করে ।

এদিন দেখা যায় মালবাজার মহকুমার নাগরাকাটা,থানা কমিটির তরফে সংসদে সদ্য পাশ হওয়া কৃষি বিলের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকরা। ‘সর্বনাশা বিল’ নিয়ে সমবেত প্রতিবাদের সামনে ঝমঝমিয়ে বৃষ্টি কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে নি।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বনগাঁয় প্রায় একই ছবি দেখা যায়। কৃষক, খেতমজুরদের ক্ষমতা হননের চেষ্টার অভিযোগে ‘ফ্যাসিস্ট’ সরকারের বিরুদ্ধে দেশের সব বিরোধী রাজনৈতিক দলকে একজোট করে আন্দোলনে বনগাঁর ঘাঁটবাওড় আঞ্চলিক তৃণমূলের সদস্যরা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/biharelection-this-election-will-be-held-in-three-phases-announced-chief-election-commissioner-sunil-arora/

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কো-অর্ডিনেটর গোপাল শেঠের নেতৃত্বে চলে এই অবস্থান বিক্ষোভ, মিছিল। এদিন সকালে পাইকপাড়া বাজার কৃষকদের নিয়ে গলায় সবজির মালা পরে রাস্তার উপর বসে কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। বনগাঁর কৃষিমান্ডির সামনে চলে বিক্ষোভ মিছিল করে। পরে সেখানে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

এভাবেই এই বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তথা দলের ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি বেচারাম মান্না বলেন, কৃষকরাই আমাদের সম্পদ। তাঁদের হাতে নয় ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কৃষকদের সর্বনাশ করতে চাইছে। তিনি বলেন, কেন্দ্রের কৃষক বিরোধী কালা আইন আমরা মানছি না। তাই রক্ত দিয়ে লিখে এর প্রতিবাদ করছি। আমদের দাবি জানাচ্ছি অবিলম্বে এই কালা আইন প্রত্যাহার করা হোক।

সম্পর্কিত পোস্ট