আফগানিস্তানে তালিবান বিরোধী বিক্ষোভ শুরু

জাতীয় পতাকা তুলতেই গুলি চালাল জঙ্গিরা

দ্য কোয়ারি ডেস্ক: জবরদখলকারী তালিবান সরকার আফগান জাতীয় পতাকা বরদাস্ত করবে না। সেই পতাকা তুলতেই চলল জঙ্গিদের গুলি। বিবিসি জানাচ্ছে, জালালাবাদের জনগণ তালিবান বিরোধী গণঅবস্থান শুরু করেছেন। তাঁরা জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করেন।

তালিবানি পতাকা তোলার ফরমান দেয় জঙ্গি সরকার। সেই ফরমান না মানতেই গুলি চালায় তালিবান জঙ্গিরা। গুলিতে এক নাগরিকের মৃত্যু হয়েছে। জালালাবাদে ছড়াচ্ছে তালিবান বিরোধী বিক্ষোভ।

জালালাবাদ ছাড়াও অন্যত্র ছড়াচ্ছে বিক্ষোভ। আফগান জনগন কিছুতেই জাতীয় পতাকার পরিবর্তন মেনে নিচ্ছেন না। তবে তালিবানের তরফে সাংবাদিক সম্মেলনে আগেই জানানো হয় জনগণের সঙ্গে নরম মনোভাব দেখানো হবে।

গত রবিবার দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান। প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে বর্তমানে রয়েছেন আশরাফ ঘানি।

ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ গোপনে তালিবান বিরোধী এলাকা পঞ্জশিরে চলে গিয়েছেন। সেখান থেকে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। তিনি জানান, তালিবান বিরোধী লড়াই চলবে।

পঞ্জশির থেকে এই লড়াইয়ে রয়েছেন নর্দান অ্যালায়েন্সের কমান্ডার প্রয়াত আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদ। বরবার তারা তালিবান বিরোধী গোষ্ঠী।

সম্পর্কিত পোস্ট