মৃত BJP প্রার্থী মানস সাহার দেহ নিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ, রণক্ষেত্র কালীঘাট
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর মরদেহ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে রাস্তার ওপর দেহ রেখে বিক্ষোভ দেখায় বিজেপি।
পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপির। পুলিশ রাস্তা থেকে টেনে তোলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে
ভবানীপুরের উপনির্বাচনের এর মাত্র ৬ দিন বাকি। তার আগেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে মৃত মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহার দেহ নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা।
বিক্ষোভে সামিল ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সামিল ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংও।
মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশ হাইভোল্টেজ এলাকা। পুলিশের সঙ্গে রীতিমত বচসায় জড়িয়ে পরেন, বিজেপি নেতারা। পুলিশি বাধা এড়িয়ে এগোতে চাইলে সুকান্ত মজুমদারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রশাসনের কর্তারা।
উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধূর্জটি ওরফে মানস সাহা বুধবার মারা যান। অভিযোগ ভোট পরবর্তী সংঘর্ষের ঘটনায় আহত হয়েছিলেন তিনি।
অভিযোগ বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন গণনাকেন্দ্র থেকে বের হতেই তৃণমূলের লোকজন লাঠি-রড-ইট দিয়ে মেরে মানসের মাথা ফাটিয়ে দেয়। মাস দুয়েক টানা চিকিৎসাধীন ছিলেন তিনি।
কিছু দিনের মধ্যে ফের শরীর খারাপ হয় তার। আবার হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু বুধবার শেষ রক্ষা হয়নি। তারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।