অক্সিজেন সরবরাহের যোগান বাড়াতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বসানো হচ্ছে পিএসএ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অক্সিজেন যোগানে স্বনির্ভর হতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন প্ল্যান। বাতাসের অক্সিজেন সংগ্রহ করে সংরক্ষিত করা হবে এখানে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমবর্ধমান অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য এবারে আর বাইরের যোগানের উপর নির্ভরশীল না থেকে নিজেরাই উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন।
অক্সিজেন সরবরাহ অনেক করতে এবার মেডিকেল কলেজ চত্বরে বসানো হচ্ছে প্রেসার সুইং অ্যাপসপশন (পিএসএ)। এরমধ্যে বাতাস থেকে ভাসমান অক্সিজেন সংগ্রহ করে তা মজুত রাখা হবে রোগীদের সহায়তার জন্য।
করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় যখন প্রতিশোধক নিয়ে চিন্তায় রয়েছে স্বাস্থ্য দপ্তর, তখন এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে করোনা যুদ্ধে মালদা মেডিকেল কলেজকে অনেকটাই বেশি সাহায্য করবে বলে মত চিকিৎসকদের।
অনিয়ন্ত্রিত গতি, চাকা গড়ানোর প্রথম দিনের ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল পুলিশকর্মীর
এর আগে মালদা মেডিকেল কলেজে অক্সিজেনের চাহিদা মেটাতে লিকুইড মেডিকেল অক্সিজেন (এমএলএ) ট্যাংক বসানো হয়েছে। কিন্তু তার পরেও কিছুটা ঘাটতি থেকে যাচ্ছিল। এবারে এই ব্যবস্থায় সেই ঘাটতি মেটানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, দ্রুত এই প্রজেক্ট চালু হবে। যা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে করোনা মোকাবিলার সহ একাধিক বিষয়ে সহায়তা করবে। ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে।