ব্যান হওয়ার পর নতুন রূপে আসতে চলেছে পাবজি মোবাইল ইন্ডিয়া

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গেমারদের জন্য সুখবর। এবার নতুন রূপে ভারতে আসতে চলেছে মোবাইল গেমিং অ্যাপ পাবজি। পাবজি মোবাইল ডেভোলোপার্সদের তরফে জানানো হয়েছে, ভারতীয় খেলোয়াড়দের জন্য আসতে চলেছে পাবজি মোবাইল ইন্ডিয়া। ভারতীয় বাজারের কথা মাথায় রেখেই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালো সংস্থা।

গত সেপ্টেম্বর মাসে তথ্য চুরির অভিযোগে ১১৭ টি অ্যাপ বন্ধ করে ভারত সরকার। সেই তালিকায় বাদ পড়ে পাবজি। তখন থেকেই ভারতীয় বাজারের কথা মাথায় রেখে পাবজি সংস্থার তরফে জানানো হয়েছিল বেশীদিন টানসেন্ট কোম্পানির হাতে থাকবে না পাবজির দায়িত্ব। ৩০ অক্টোবর থেকে ব্যান করা হলেও একাধিক অ্যান্ড্রয়েড এবং আইওএস মাধ্যমে সচল ছিল এই গেম।

নতুন গেমে ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি বেশী করে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রধান গুরুত্ব পাচ্ছে “ডেটা সিকিউরিটি”। সমস্ত ব্যাক্তিগত তথ্য যাতে নিরাপদে থাকে, বিশেষ করে স্টোরেজে থাকা বিভিন্ন ডেটা যাতে সুরক্ষিত থাকে সেই দিকেই বেশী করে নজর দেওয়া হবে। সমস্ত দিক খতিয়ে দেখেই বাজারে আসতে চলেছে এই অ্যাপ।

এছাড়াও নতুন রূপে কিছু বদল আনা হয়েছে। গেমের ভিতরে ভার্চুয়াল টেনিং গ্রাউন্ড সেটিংস থাকবে। লাল এফেক্টের বদলে সবুজ এফেক্ট ব্যবহার করা হবে। নতুন চরিত্রদের ক্ষেত্রে কিছু বদল আনছে পাবজি সংস্থা। কমবয়সী খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট খেলার সময় নির্ধারিত করা থাকবে এই গেমে।

এছাড়াও নতুন করে ভারতীয় বাজার ধরতে অফিস খুলতে চলেছে পাবজি সংস্থা। যেখানে ১০০ জন কর্মী গেমারদের সঙ্গে আলোচনার জন্য নিযুক্ত থাকবেন।

সম্পর্কিত পোস্ট