দিল্লি হাইকোর্টে সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে জনস্বার্থ মামলা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উস্কানি মূলক মন্তব্যের অভিযোগে গান্ধী পরিবারের বিরুদ্ধে এফআইআরের আর্জি। দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে। এবিষয়ে জবাব চেয়ে দিল্লি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রক এবং পুলিশের কাছে নোটিশ পাঠাল দিল্লি হাই কোর্ট।
শুক্রবার দিল্লি হাইকোর্টের তরফে নোটিশ পাঠান প্রধান বিচারপতি ডি এন প্যাটেল এবং বিচারপতি হরিশঙ্করের ডিভিশন বেঞ্চ। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বাঢরা, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, আপ বিধায়ক আমানাতুল্লা খান, মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং ওয়ারিস পাঠান।
বৃহস্পতিবার উস্কানি মূলক মন্তব্যের অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একাধিক আবেদন জমা পড়ে। শুধুমাত্র এফআইআরের আর্জি নয়, অভিযুক্তদের মন্তব্য খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি জানিয়েছেন আইনজীবীরা।
মুম্বইয়ের মিম বিধায়ক ওয়ারিশ পাঠানের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বিতর্কিত মন্তব্যের জেরেই দিল্লিতে হিংসার ঘটনা ছড়িয়ে পড়ে। যার ফলে ৩৯ জন মানুষকে প্রাণ হারাতে হয়।
এছাড়াও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হিন্দু সেনা। অভিযোগ, আসাদুদ্দিন এবং তাঁর ছেলে আকবরউদ্দিন ওয়েইসির উস্কানিমূলক মন্তব্যের কারণে দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, গত রবিবার থেকে উত্তর-পুর্ব দিল্লিতে হিংসার ঘটনায় প্রাণ হারান ৩৯ জন সাধারণ মানুষ। আহত হন ২০০ এর অধিক। ঘটনার তদন্তের জন্য দুটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। যারা গোটা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন।