লকডাউনে স্তব্ধ জার্মানির পাবলিক লাইব্রেরি
রাহুল গুপ্ত
লক ডাউন গোটা বিশ্ব জুড়ে। স্তব্ধ প্রায় সব দেশ করোনা আবহে। এই সময়ে আসুন পথ চলতি পাবলিক লাইব্রেরির কথা বলি আপনাদের। বন্ধু – সাংবাদিক শান্তনু রায়ের সৌজন্যে এলো এই ছবি।
জার্মানি – ফুটবলের দেশ – খেলা প্রেমীদের জগৎ। এর পাশাপাশি এই দেশ শিক্ষা , সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্বের জায়গা তুলে ধরেছে।
গোটা জার্মানিতে পাবলিক লাইব্রেরি আছে প্রচুর। জার্মানিদের রক্তে কৃষ্টি সংস্কৃতিতে রয়েছে এই রকম নজির।
জার্মানির লুবেকে সুপার মার্কেটের পাশে এক পাবলিক লাইব্রেরি।
পথ চলতি মানুষ সম্পুর্ন নিখরচায় এখানে বই পড়তে পারেন কিংবা পছন্দসই বই পড়বার জন্য বাড়ি নিয়ে যেতে পারেন। পড়া হয়ে গেলে ফের যথাস্থানে বই পাঠকরা রেখে দিয়ে যান।
এখানে না আছে কোন নিরাপত্তা কর্মী না আছে কোন মেম্বারশিপের ব্যাবস্থা।
কাজ নেই, ২৬ কোটিরও বেশি মানুষ হয়ত খেতে পাবেন না এরপর, উদ্বেগ বাড়াল রাষ্ট্রপুঞ্জ
গল্প নয় , একদম সত্যি এই কথা। অবাক হলেও সত্যি।
আজ সব স্তব্ধ , শান্ত। করোনার ছোবলে মধ্যে ও পশ্চিম ইউরোপের এই দেশটি । নিরব দর্শক হয়ে পড়ে রয়েছে তাদের একান্ত নিজস্ব এই সংস্কৃতি।