Punjab AAP : আপের ঝাড়ুর মুখে পাঞ্জাবে ধুয়ে-মুছে সাফ কংগ্রেসের যাবতীয় আশা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাঞ্জাব প্রমাণ করিল গেছে যে দিন সত্যিই গেছে! কংগ্রেসের দীপ সত্যিই অস্তমিত। তার জায়গা নেওয়ার জন্য গোকুলে বাড়ন্ত বাচ্চা এবার পরিণতির দিকে এগিয়ে চলেছে। সেই বাড়ন্ত শিশুর নাম হল আম আদমি পার্টি ( Punjab AAP )। পাঞ্জাবে আপ সরকার ( Punjab AAP ) গঠন করতে পারে এই সম্ভাবনার কথা আগেই বলেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু কেজরিওয়ালের দল যে এভাবে ঝড় তুলবে তা কেই বা  অনুমান করেছিলেন!

১১৭ আসনের পাঞ্জাব বিধানসভা আম আদমি পার্টি ( Punjab AAP ) এখনই ৮৯ টি আসনে এগিয়ে গিয়েছে। সে রাজ্যের শাসক দল কংগ্রেস আপের ঝাড়ুর মুখে পড়ে একেবারে সাফ। সকাল ১১ টার হিসেবে মাত্র ১৩ টি আসনে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থীরা। রাজ্য মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই পিছিয়ে। কিছুক্ষণের মধ্যেই তাঁদের পরাজয় নিশ্চিত হয়ে যাবে বলে খবর।

Punjab AAP

অপরদিকে পাঞ্জাবের প্রাক্তন শাসক শিরোমনি অকালি দলের অবস্থা আরও খারাপ। বিএসপির সঙ্গে জোট বেঁধে এবারের নির্বাচনে লড়াই করেছিলে তাঁরা। কিন্তু শেষ পাওয়া হিসেবে অকালি জোট মাত্র ৯ আসনে এগিয়ে আছে। কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করে এই নির্বাচনে প্রভাব ফেলতে ব্যর্থ হলেন অমরিন্দর সিং।

বিজেপির সঙ্গে তাঁর দলের জোট মাত্র ৫ টি আসনে এগিয়ে। পাঞ্জাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল এবং অকালি প্রধান সুখবিন্দর সিং বাদল দু’জনেই পিছিয়ে আছেন। শেষ পর্যন্ত তাঁরা যদি হেরে যান তবে পাঞ্জাবের রাজনীতি গতিপথ সম্পূর্ণ বদলে যাবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

BJP : দেশজুড়ে গেরুয়া ঝড়

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে আপের উত্থানের বিষয়টি টের পাওয়া গিয়েছিল। তবে শেষ পর্যন্ত অমরিন্দর ম্যাজিকের উপর ভর করে কেজরিওয়ালের দলের ক্ষমতায় আসা রুখে দিতে পেরেছিল কংগ্রেস। কিন্তু এবার কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের সুযোগ নিয়ে দিল্লির বাইরে আরও একটি রাজ্যে আপ সরকার গঠন করতে চলেছে বলে রাজনৈতিক মহলের অনুমান।

ভোটের ফল থেকে স্পষ্ট কৃষক আন্দোলনের বিন্দুমাত্র ডিভিডেন্ড পায়নি কংগ্রেস। বরং দিল্লির কেজরিওয়াল সরকার আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তাদের মন জিতে নিয়েছে। তারই প্রভাব পড়েছে ইভিএমে।

সম্পর্কিত পোস্ট