কৃষি বিলের পাল্টা আইন আনছে পাঞ্জাব সরকার

দ্য কোয়ারি ডেস্ক: কেন্দ্রের কৃষি বিলের পাল্টা আইন আনতে চায় পাঞ্জাব সরকার। মঙ্গলবারই খসড়া আনতে চায় কংগ্রেস সরকার।

আম আদমি পার্টির দাবী সেই খসড়া তাঁদের হাতে তুলে দিতে হবে। তাতে রাজি হয়নি ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সরকার। তাই রাতভর বিধানসভায় কাটালেন আপ বিধায়করা৷
আপের বক্তব্য, কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে আনা বিলের সমর্থন তাঁরা করবেন। কিন্তু সেই বিলের খসড়া দেখতে চান তাঁরা। এমনকি এই বিলের সদ্য এনডিএ শিবির ছেড়ে আসা শিরোমণি আকালি দলের সমর্থন রয়েছে৷ সোমবারই বিধানসভায় বিলের খসড়া প্রকাশের কথা জানিয়েছিল তাঁরা।
সদ্য সমাপ্ত সংসদের বাদল অধিবেশনে কৃষি বিল পাশ করায় কেন্দ্রীয় সরকার৷ এই বিল কৃষকদের রোজগার দ্বিগুন করবে৷ সেই সঙ্গে এই বিলের সাহায্যে কৃষকরা দেশের যে কোনও জায়গায় ফসল বিক্রি করতে পারবেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/kolkata-pujo-guideline-realised-by-kolkata-police/

পাল্টা এই বিলের বিরোধিতা করেন বিরোধীপক্ষ। এই বিল আগামী দিনের কৃষকদের কঠিন সময়ের মুখে ঠেলে দেবে। দাবী বিরোধী পক্ষের।
কেন্দ্রের আনা এই আইনের বিরোধীতায় সমস্ত কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে সোচ্চার হওয়ার কথা বলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রয়োজনে কেন্দ্রের এই আইনের বিরোধীতায় নয়া আইন আনার প্রস্তাব জানান তিনি।
কংগ্রেস সভানেত্রীর সেই নির্দেশকে শিরোধার্য করেই পাঞ্জাবে নতুন আইন পাশ করাতে চাইছে কংগ্রেস।

সম্পর্কিত পোস্ট