ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব, অবিলম্বে দীঘা পর্যটক শূন্যের নির্দেশ প্রশাসনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। ইতিমধ্যেই সর্তকতা জারি করেছে মৌসম ভবন। সোমবার থেকে দীঘাকে পর্যটকশূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকের তরফে। হোটেল গুলিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোন পর্যটককে হোটেলে থাকতে দেওয়া যাবে না।
মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে গুলাবের প্রভাব সরাসরি এরাজ্যে পড়বে না। তবে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হবে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে। ফলে নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের তরফে মাইকে প্রচার শুরু করে দেওয়া হয়েছে। সমুদ্রের জলোচ্ছ্বাসের কারণে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি রয়েছে মৎস্যজীবীদের ক্ষেত্রেও।
ভগবানপুর পটাশপুর চন্ডিপুরে এখনো বন্যা পরিস্থিতি নতুন করে ঘূর্ণিঝড়ের প্রভাবে আশঙ্কায় প্রমাদ গুনছে উপকূল এলাকার মানুষেরা। শনিবার বেলা থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরে।
সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, সব রকমভাবে প্রস্তুত রয়েছেন তারা। প্রশাসনিক স্তরের সমস্ত আধিকারিককে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মৎস্য মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত। সমস্ত ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও উর্দ্ধতন কর্তৃপক্ষের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ভবানীপুরের ভোটার প্রশান্ত কিশোর, নতুন কোন সমীকরণের ইঙ্গিত?
কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, রায়দিঘি, গোসাবা, কুলতলী, ক্যানিং, বাসন্তী সহ বিভিন্ন এলাকায় শনিবার থেকে মাইকে প্রচার শুরু করে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সোমবার থেকে ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার থেকে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে পূর্ব মেদিনীপুরে। বুলবুল, আম্ফান, ইয়াসের ক্ষত এখনো মেটাতে পারেনি বাংলা। তার আগেই রবিবার বিকেলে ওড়িশার গোপালপুর ও অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনামের কাছে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় গুলাবের।
ইতিমধ্যেই দুর্যোগের পূর্বাভাসে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে নবান্ন। সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে ৫ অক্টোবর পর্যন্ত।