পুজোর আগেই বিধাননগরে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পরিশুদ্ধ পানীয় জল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুজোর আগেই বিধাননগর বাসীদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে পরিশুদ্ধ পানীয় জল। ৩ অক্টোবর এই প্রকল্পের উদ্বোধন করেন পুরও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম।

১১৬ কোটি টাকা ব্যয় করে এই প্রকল্পের কাজ চলছে প্রথম বৈশাখী আইল্যান্ডের কাছে। দুটি ভূর্গস্ত জলধারা চার উচ্চ জলধারা থেকে বিধান নগর এলাকায় ৭০ কিলোমিটার পাইপলাইন করে বাসিন্দাদের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে।

নিউটাউনে হিটকো নির্মিত জল শোধনাগার থেকে সল্টলেক বৈশাখী জল প্রকল্পে যাবে। যেখানে প্রথম পর্যায়ে বিধাননগরে ছটি ওয়ার্ডে আড়াই লক্ষ মানুষ এই পরিষেবা পাবেন। পরবর্তী সময়ে বিধাননগরের বাকি সব কটি ওয়ার্ড এবং রাজারহাট নিউটাউনের বাসিন্দারা এই পানীয় জলের পরিষেবা পাবেন।

সমস্ত প্রকল্প রূপায়নের দায়িত্বে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির। প্রথম পর্যায়ের কাজে বৈশাখী আইল্যান্ডের কাছে পানীয় জলের রিজার্ভার বসানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও কাজ শুরু হবে।

আপাতত ৪ মিলিয়ন গ্যালন জল নিয়ে আসা হয়েছে। আরও চার মিলিয়ন গ্যালন জল নিউ টাউন থেকে সল্টলেক যাবে যখন পুরোপুরি শুরু হবে কাজ। ৩২ মিলিয়ন গ্যালন জল রিজার্ভার করার ব্যবস্থা থাকবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bjp-leader-manish-shukla-murder-arrested-2-turbulent-state-politics/

এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধান নগর পুরনিগম করেন তখন কথা দিয়েছিলেন যে জলের সমস্যা মেটাবেন। পরিশুদ্ধ জলের যে একটা সমস্যা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা আমরা মানুষের জন্য করতে পেরেছি।

এদিকে, বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, পুরনিগম তৈরি হওয়ার আমরা মুখ্যমন্ত্রীকে বিধান নগরের জল নিয়ে ওয়াটার রিজার্ভ তৈরি করার কথা বলেছিলাম। এই বিষয়টি একাধিকবার বলা হয়েছিল। সে কাজটা হয়েছে শেষ পর্যন্ত। বিধাননগর বাসীর ক্ষেত্রে এতে অনেকটাই ভাল হবে।

সম্পর্কিত পোস্ট