Puri Jagannath Rath Yatra 2021: ভক্তশূন্য পুরীতে ১৪৪ ধারার বেষ্ঠনীতে চলছে শেষ মূহুর্তে প্রস্তুতি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতের চার ধাম তীর্থক্ষেত্র গুলির মধ্যে অন্যতম পুরীর জগন্নাথ মন্দির। এখানকার বাৎসরিক রথযাত্রা উৎসবের খ্যাতি জগৎজোড়া। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তরা জগন্নাথের রথযাত্রা উৎসবে শামিল হন।

গত বছরের মতো এ বছরও করোনা আবহে পুরীতে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। পরিস্থিতির কথা মাথায় রেখে এবছরও ভক্ত শূণ্য পুরী। কড়া ব্যবস্থা নিয়েছে ওড়িশা প্রশাসন। ১১ জুন রাত আটটা থেকে শুরু হয়ে গেছে কার্ফু। ১৩ জুন রাত ৮ টা পর্যন্ত তা বহাল থাকবে বলে জানা গিয়েছে ওড়িশা প্রশাসন সূত্রে।

পুরী এবং ওড়িশার অন্যান্য জেলায় রথ যাত্রার আয়োজন করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনেকেই। কিন্তু পুরী ছাড়া ওড়িশার অন্যান্য অংশের রথ যাত্রার অনুমতি দেয়নি পট্টনায়কের প্রশাসন। সম্পূর্ণ কোভিড বিধি মেনেই পালিত হবে জগন্নাথ-বলরাম-সুভদ্রার রথযাত্রা।

অসম ও উত্তরপ্রদেশের পর সারা দেশে জন্ম নিয়ন্ত্রণ আইন লাগুর পথে বিজেপি

রথের কাছাকাছি যারা থাকবেন এবং রথের রশি টানার যারা সুযোগ পাবেন যারা প্রত্যেককে কোভিড রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। পাশাপাশি টিকার দুটি ডোজ তাদের নেওয়া থাকতে হবে। ১০ তারিখের মধ্যেই সমস্ত পর্যটকদের পুরী থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। রথযাত্রা উপলক্ষে যান চলাচলের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে ওড়িশা প্রশাসন।

প্রয়োজন ছাড়া দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরীর জগন্নাথ মন্দির ছাড়া যে রাস্তা দিয়ে রথ যাবে তার তিন কিলোমিটারের মধ্যে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মন্দির সংলগ্ন বিভিন্ন হোটেলের ছাদে উঠে কোভিড বিধি ভেঙে রথযাত্রা না দেখতে অনুরোধ করেছেন প্রশাসন।

টিভি এবং ইন্টারনেটের মাধ্যমেই এবারে পুরীর রথযাত্রা দেখার অনুরোধ জানানো হয়েছে। স্যানিটাইজেশন, চিকিৎসা. টেলিকম পরিষেবা মত জরুরী পরিষেবা জারি থাকবে। হেল্পলাইন নম্বর চালু করেছে প্রশাসন। সেটি হল- ১৮০০-৩৪৫-৭৪৯৫ । জরুরি ভিত্তিতে এই নম্বরে ফোন করতে পারেন সাধারণ মানুষ।

সম্পর্কিত পোস্ট