৪ মাসে ৩ বার মুখ্যমন্ত্রী বদল, উত্তরাখন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন পুষ্কর সিং ধামি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরাখণ্ডে বিজেপি সরকারের চার বছর পূর্ণ হওয়ার পর গত চার মাসে মোট মুখ্যমন্ত্রী বদল হল ৩ বার। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন পুষ্কর সিং ধামি। শনিবারের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন তিনি। গত ৪ মাসে রাজ্যের তৃতীয় মুখ্যমন্ত্রী হবেন তিনি।
২০২২ সালে উত্তরাখন্ডে বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কোন্দলে জেরবার হয়ে ওঠে বিজেপি। নির্বাচনের আগে তাই সমাধান সূত্র খুঁজতে মরিয়া ছিল বিজেপি। পুষ্কর সিং ধামিকে তাই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রথম কেউ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন যিনি মন্ত্রিত্বের পদ সামলাননি আগে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত শুক্রবার পদত্যাগ করেন। প্রশ্ন উঠতে শুরু করে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে? শনিবার বিকেল তিনটে নাগাদ দেরাদুনে বৈঠকে বসেন বিজেপির পরিষদীয় দলের সদস্যরা।
সোমবার বিধানসভা , মাস্টারমশাই দিলীপ-শুভেন্দুর ট্রেনিংয়ে তৈরী হচ্ছেন ‘ছাত্র’ বিধায়করা
পৌঁছন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তাঁকে কেন্দ্রীয় পর্যবেক্ষক করে পাঠিয়েছিল দল। গিয়েছেন বিজেপি সাংসদ এবং দলের মুখপাত্র অনিল বালুনিও। দেরাদুনের বিজাপুর গেস্ট হাউসের নরেন্দ্র সিং তোমারের উপস্থিতিতে উত্তরাখণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে পুষ্কর সিং ধামির নাম চূড়ান্ত হয়। জানা যাচ্ছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে হবেন নেপথ্যে থেকে তা নির্ধারণ করছেন অনিল বালুনি।
মার্চে দেবেন্দ্র সিং রাওয়াতকে সরিয়ে তিরথ সিং রাওয়াতকে মুখ্যমন্ত্রী করা হয়। উত্তরাখণ্ডে দলীয় কোন্দলে জেরবার বিজেপি। যার জেরে বেশ কয়েকদিন ধরে দিল্লিতে দরবার করেছিলেন রাওয়াত। শেষমেষ তাঁকে পদত্যাগ করতে বলেন দলের শীর্ষ নেতৃত্ব।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে কোনো মূল্যে রাজ্যে দলীয় কোন্দল মিটিয়ে লোকসভা নির্বাচনে তুলনামূলক ভালো ফল করতে চাইছে বিজেপি।