পোস্ট অফিসে চালু হচ্ছে কিউআর ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা আধুনিক প্রজন্মের হাতের নাগালে পৌঁছে দিতে এবার পোস্ট অফিস গুলিতে কিউআর ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকেরা ডাক বিভাগের সমস্ত পরিষেবার জন্য ইউপিআই অ্যাপ মারফত টাকা দিতে পারবেন।
পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী জানিয়েছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের চার হাজারের বেশি পোস্ট অফিসে এই ব্যবস্থা চালু হয়েছে। দ্রুত যাতে সমস্ত পোস্ট অফিসে ইউপিআই ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু করা যায় সেই প্রচেষ্টা করা হচ্ছে।
নব মহাকরণ ভবনের একাংশ কলকাতা হাইকোর্টকে হস্তান্তর করছে রাজ্য সরকার
পাশাপাশি দুটি বেসরকারি বীমা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় ডাক বিভাগ একাধিক আকর্ষণীয় জীবন বীমা ও দুর্ঘটনা বীমা প্রকল্প নিয়ে এসেছে বলে তিনি জানান। যেখানে অত্যন্ত স্বল্প প্রিমিয়ামের বিনিময়ে মোটা অংকের বীমার সুযোগ মিলবে। নিম্ন আয়ের মানুষকে বীমার আওতায় আনতেই এই উদ্যোগ।