কোয়ারেন্টাইন সেন্টারে নিম্নমানের খাবার, অভিযোগ ভিন রাজ্যের শ্রমিকদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের নিম্মমানের খাওয়ার দেওয়ার অভিযোগ বামন গোলা ব্লক প্রশাসনের বিরুদ্ধে।
মালদা জেলার বামনগোলা ব্লক এলাকায় ২৬জনকে কোয়ারেন্টইনে রেখেছে ব্লক প্রশাসনের আধিকারিকেরা। ভিন রাজ্য থেকে এই সব শ্রমিকেরা জেলায় আসার পর চিকিৎসকদের পরামর্শে কোয়ারেন্টইনে রাখা হয়েছে।
এমন অভিযোগের ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে আশ্বাস দিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি।
আরও পড়ুনঃ #CoronaVirus: রেশন বন্টনে দুর্নীতি, গ্রেফতার ডিলার
ভিন রাজ্যের শ্রমিকরা জানান তাদের খুবই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তাতে পেট ভরছে না। বারবার বামনগোলা প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কোনো লাভ হয়নি।
সংবাদমাধ্যমের সামনে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। ওটা ঘটনা নিয়ে বামন গোলা ব্লকের বিডিও কে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমের সামনে কোন বিবৃতি দিতে চাননি।
মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল বলেন জেলার বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। যারা আছে তারা যাতে পর্যাপ্ত খাবার পান এবং তাদের সুচিকিৎসা হয় সেই ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। কোথাও কেউ যদি গাফিলতি করে থাকে তাহলে জেলাশাসকের সাথে কথা বলে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।