প্রায়শ্চিত্ত না করেই কেন দায়িত্ব অর্জুনকে, প্রশ্ন উঠছে তৃণমূলেই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিজেপি ক্ষমতা দখল করবে এমন‌ই রব উঠেছিল একুশের বিধানসভা নির্বাচনে। কিন্তু বিপুলভাবে জিতে টানা তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর কিছুদিনের মধ্যেই তিনি ঘোষণা করেন, যারা বিজেপিতে গিয়েছিল তাদের ফিরে আসতে হলে প্রায়শ্চিত্ত করতে হবে।

অভিষেকের স্পষ্ট বার্তা ছিল বিজেপি থেকে তৃণমূলে ঘর ওয়াপসি হ‌ওয়া কেউ যদি ভাবে সে আগের মতো গুরুত্ব পাবে, বা দ্রুত আগের জায়গায় ফিরে পাবে তাহলে বড় ভুল করবে। তৃণমূল ও মমতা বন্দোপাধ্যায়ের প্রতি বিশ্বাস যোগ্যতার প্রমাণ দিয়ে তবেই তাকে দলে জায়গা করে নিতে হবে। এই নিয়ম মেনেই গোটা বিষয়টা বেশ চলছিল। কিন্তু তাল কাটল অর্জুন সিংয়ের ক্ষেত্রে।

২০১৬ এর বিধানসভা ভোটে তৃণমূল বিপুলভাবে ক্ষমতা ধরে রাখলেও কার্যত তারপর থেকেই দলে ভাঙন শুরু হয়। তার চড়মে পৌঁছয় ২১ এর বিধানসভা ভোটের আগে। তবে ভোটে জিতে ক্ষমতা দখলে বিজেপি ব্যর্থ হতেই অনেকে তৃণমূলে ফিরতে শুরু করেন। তবে চাইলেই যে বিজেপি থেকে তৃণমূলে আসা গিয়েছে ব্যাপারটা এমন নয়। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি ঘটনা আলাদা আলাদা করে দেখে ছাড়পত্র দিয়েছেন।

তিন ফসলি জমি-ন্যানো কারখানা হয়ে সন্তোষী মায়ের মন্দির, সিঙ্গুরের ভবিষ্যৎ কোন পথে?

তবে ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিংকে দলে নেওয়া হবে কিনা তা নিয়ে গোড়া থেকেই প্রশ্ন ছিল। কারণ ১৯ এর লোকসভা ভোটে টিকিট না পেয়ে তাঁর বিজেপিতে চলে যাওয়াকে অনেকেই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে মনে রেখেছেন।

সাংসদ হওয়ার পর এই অর্জুনের নেতৃত্বেই ব্যারাকপুরে তৃণমূল কর্মী সমর্থকদের উপর অত্যাচার চরমে পৌঁছয় বলে তৃণমূলের পক্ষ থেকেই বারবার দাবি করা হয়েছিল। সেই স্মৃতি আজও ভোলেনি মানুষ। গোড়া থেকেই তৃণমূলে থাকা পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিকরা প্রাথমিকভাবে অর্জুনের ঘর ওয়াপসিতে মত দেননি বলে সূত্রের খবর।

তবে প্রায়শ্চিত্ত করিয়ে নেওয়ার আশ্বাস দিয়ে অভিষেক তাঁদের রাজি করান বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। কিন্তু সেই অর্জুন ফিরে বনগাঁর সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় গুঞ্জন শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতাকর্মীদের মধ্যেই।

প্রকাশ্যে এই বিষয়ে কেউ মুখ না খুললেও ঘরোয়া আলোচনায় তৃণমূল নেতা-কর্মীরা বলছেন, “যে দল ছেড়ে বেরিয়ে গিয়ে আমাদের উপর তিন বছর ধরে অত্যাচার চালাত, তাকেই জামাই আদর করে আমরা ফিরিয়ে আনলাম। এখন বিশ্বাসযোগ্যতার পরীক্ষা না নিয়েই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হল। এতে নিচুতলার কর্মী-সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠছে। অথচ তার কোন‌ও উত্তর নেই আমাদের কাছে”।

উল্লেখ্য অর্জুন সিংয়ের ঘর ওয়াপসি তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করেননি। এই নিয়েও গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের ভিতরে।

সম্পর্কিত পোস্ট