শিশু শিক্ষা কেন্দ্রে খাবারের গুনমান নিয়ে প্রশ্ন, বিক্ষোভ বসিরহাট ও হাসনাবাদে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বসিহাট মহাকুমার বসিহাট ১ নম্বর ব্লকের সাকচুড়া শিশু শিক্ষা কেন্দ্রে নির্দিষ্ট খাবারের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুললেন অভিভাবকরা।

পাশাপাশি এই ঘটনার জেরে শিক্ষক-শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন  বসিরহাট থানার পুলিশ ও এসডিপিও আধিকারিক বাসন্তী মন্ডল।

পুরো বিষয়টা গ্রামবাসী ও শিক্ষক শিক্ষিকার সঙ্গে বৈঠক করেন তারা। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে বরাদ্দ খাবার ও গুনমান যাতে কেউ প্রশ্নচিহ্ন না তুলতে পারে তার জন্য আগামী দিনগুলোতে কঠোর হবে প্রশাসন । তাঁরা গ্রামবাসীদের আরও বলেন “আপনাদের কোন অভিযোগ থাকলে সরাসরি আমাদের। জানান আমরা আপনাদের পাশে আছি।”

লেক গার্ডেন্সে এক পড়শির মুখে থুতু, অভিযুক্ত প্রৌঢ়া ও ছেলে

পাশাপাশি হাসনাবাদ ব্লকের পাটলি খানপুরে বেনা গ্রামে শিশু শিক্ষা কেন্দ্র বরাদ্দ খাবার নিয়ে খাবারের মান নিয়ে ও পরিমাণ নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে।

শিশু শিক্ষা কেন্দ্রে অভিভাবক ও অভিভাবীকারা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাদের দাবি নির্দিষ্ট খাবার গুনমান ঠিক দিতে হবে ।খাবারের পরিমাণ থেকে কম দিচ্ছে এই দাবিতে তারা বিক্ষোভ শুরু করেছে ।

হাসনাবাদ ও বসিরহাট শিশু শিক্ষা কেন্দ্র সঠিক খাবার ও গুনোমান নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে গ্রামের মানুষ।

সম্পর্কিত পোস্ট