উচ্চ মাধ্য‌মিক শেষ হ‌লেই দ্রুত ফল প্রকাশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত বিষয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক করে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

শুক্রবার, দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ৷ সেখানে পরবর্তী পরীক্ষার সূচি নিয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি৷ বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শুরু হবে ক্লাস৷ নেওয়া হবে সেমিস্টার৷

কলেজের পরীক্ষা নি‌য়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনাও দেন তি‌নি৷ এ‌দিন তি‌নি ব‌লেন, পরীক্ষার নেওয়ার ভার বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হচ্ছে৷ তারাই ঠিক করবে কবে পরীক্ষা নেওয়া হবে৷ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিকে৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের যাতে উপস্থিতি বৃদ্ধি কড়াকড়ি না করা হয় তা দেখতে হবে৷ কোনভাবেই পড়ুয়াদের উপস্থিতি নিয়ে জোরাজুরি করা যাবে না৷

উপস্থিতির হার নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি দেখাতে হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ পড়ুয়াদের স্বার্থ আগে দেখতে হবে বলেও ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

শ্রমিক স্পেশাল ট্রেন হাওড়ায় ঢুকতে দিতে নারাজ রাজ্য

এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি খোলার এক মাসের মধ্যে পরীক্ষা হবে৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ফাইনাল সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে৷ তবে, কী পদ্ধতিতে নেওয়া হবে, কত নম্বরের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে?

তা ঠিক করবে বিশ্ববিদ্যালয়গুলি৷ অন্যান্য সেমেস্টারগুলির ভবিষ্যৎ কী হবে, তাও ঠিক করবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি৷ করোনা সতর্কতা হিসাবে ক্যাম্পাস ও হোস্টেলগুলিকে পূর্ণ মাত্রায় জীবাণুমুক্ত করা হবে৷

তারপর ধাপে ধাপে সুরক্ষা বিধি মেনে নেওয়া হবে ক্লাস, পরীক্ষা৷ লকডাউন বিধি উঠে যাওয়ার এক মাসের মধ্যেই ক্লাস ও পরীক্ষা নেওয়া হ‌বে। তি‌নি আরও ব‌লেন, উচ্চ মাধ্য‌মিক পরীক্ষা শেষ হওয়ার এক মা‌সের ম‌ধ্যেই ফল প্রকাশ করা হ‌বে।

সম্পর্কিত পোস্ট