নতুন সাজে সেজে উঠবে রবীন্দ্র সরোবর, বিশেষজ্ঞ কমিটি গঠন করল KMDA

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জাতীয় উদ্যান রবীন্দ্র সরোবরকে নগরবাসীর কাছে নতুন গন্তব্য স্থান হিসেবে গড়ে তুলতে চলেছে কলকাতা উন্নয়ন পর্ষদ কেএমডিএ। এই লক্ষ্যে এক বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তাতে থাকছেন উদ্ভিদবিজ্ঞানী পরিবেশবিদ থেকে বিভিন্ন শাখার ৭ জন সদস্য।

কমিটির সুপারিশ মেনেই দক্ষিণ কলকাতার ফুসফুস বলে পরিচিত এই সরোবরকে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। প্রজাপতির বাগান , ওষধি গাছ থেকে শুরু করে নানা ধরনের গাছ লাগিয়ে সাজিয়ে তুলে প্রাতঃভ্রমণকারীদের কাছে আরো আকর্ষক করে তোলা হবে।

উৎসশ্রী’ প্রকল্পে মঞ্জুর প্রায় দুহাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীর বদলির আবেদন

সরকারি সূত্রে জানা গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কৃষ্ণেন্দু আচার্যের নেতৃত্বে এই বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই সরোবর চত্বর পরিদর্শন করে এসেছেন। সংশ্লিষ্ট সংস্থা সূত্র জানিয়েছে সরোবর চত্বরে থাকা শিশু উদ্যানটি কেউ নতুন করে সংস্কার করার সুপারিশ করেছেন কমিটির সদস্যরা।

এদিকে পুরমন্ত্রী তথা কেএম ডিএর চেয়ারপার্সন শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,রবীন্দ্র সরোবরে নিয়ম করে গাছ লাগানো হয়ে থাকে। বিশেষজ্ঞদের সুপারিশ মেনেই গাছ লাগানো হবে। তবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেই যাবতীয় পরিকল্পনা রূপায়ণ করা হবে

সম্পর্কিত পোস্ট