করোনা আবহেই শহরে কবি স্মরণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  একটার পর একটা উৎসব। করোনা কাঁটায় সব বিদ্ধ হচ্ছে। গোটা শহর , রাজ্য জুড়ে চলছে লক ডাউন।

এই পরিস্থিতিতে রাত পোহালেই রবীন্দ্র জয়ন্তী। কিছু দিন আগেই গেছে বাংলা নববর্ষ।

এই আবহে ৮মে বিকেল ৪ টে থেকে ক্যাথিড্রাল রোড এলাকায় রবীন্দ্র জয়ন্তী পালন করবে রাজ্য সরকার। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিছু টা হলেও রবীন্দ্র জয়ন্তী পালনের আড়ম্বর কমিয়ে পালন হবে এইবারের কবিগুরু স্মরণ অনুষ্ঠান।

নবান্ন সূত্রে খবর এই দিন রাস্তায় জমায়েত করা যাবে না।

পাশাপাশি এদিন সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মুখ্যমন্ত্রীর লেখা গানও বাজবে মাইকে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এডিজি আইনশৃঙ্খলার তরফে।

কলকাতায় কনটেন্টমেন্ট অঞ্চলের সংখ্যা কমেছে ১৫টি, বেড়েছে উত্তর ২৪ পরগণা ও হাওড়ায়

সম্পর্কিত পোস্ট