রঘুনাথগঞ্জ রাজনীতির এক্স ফ্যাক্টর আখরুজ্জামান নয় নাসির শেখ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনে রাজনীতির গ্রাফটা খুব তাড়াতাড়ি ওঠানামা করে৷ তবুও গণতন্ত্রে টিকে থাকার জন্য সেইসব ব্যক্তির রাজনৈতিক অবস্থান যে কোনও দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। চেনা মুখের খোঁজে এমনই এক নাম হল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের নাসির শেখ।

দীর্ঘ সময়ের বিড়ি ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পর শুভেন্দু অধিকারীর হাত ধরে ২০১৬ সালে তৃণমূলে ঢুকে পড়া। রঘুনাথগঞ্জে ‘নামের ডাকে গগন ফাটে’ নাসির শেখের। ভরসা করে ব্লক সভাপতির আসনে নাসিরকে বসিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সেইসময় অবশ্য রঘুনাথগঞ্জে কংগ্রেসের আধিপত্য জারি ছিল।

২০১১ এর পর ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে রঘুনাথগঞ্জ বিধানসভা থেকে জয়লাভ করলেন আখরুজ্জামান। অবশ্য ২০১৮ সালে ব্যাপক কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে তৃণমূলে ভিড়ে যান তিনি। র

ঘুনাথগঞ্জের বুকে কান পাতলে শোনা যায় এলাকায় আখরুজ্জামান নয়, বরং নির্বাচনী ফ্যাক্টর নাসির শেখ। কারণ নাসিরের রাজনীতির ময়দানে আবির্ভাবের পর ৪০ বছর বাম পরিচালিত পঞ্চায়েত সমিতিকে সরিয়ে ঘাসফুলের আগমন হল রঘুনাথগঞ্জ-২ পঞ্চায়েত সমিতিতে।

লোকসভা নির্বাচনে নাসিরের শেষ চালে বিরোধীদের ভোট ঝুলিতে পোড়ে তৃণমূল। প্রয়াত প্রণব মুখ্যোপাধ্যায়ের গড়ে জয়লাভ করেন খলিলুর রহমান। কিন্তু গত কয়েক মাসে দলীয় রাজনীতির শিকার হয়েছেন নাসির শেখ। ব্লক সভাপতি পদে আখরুজ্জামানের ঘনিষ্ঠকে দল বেছে নেওয়ায় তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছেন অনেকেই।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/ipl-2020-dekhi-daredevil-fight/

তৃণমূলের একাংশের অভিযোগ, একসময়ে আখরুজ্জামানের খারাপ ব্যবহারের ফলেই কংগ্রেসের বহু সমর্থক তৃণমূলে যোগদান করেন। কিন্তু তৃণমূলেও সেই ঘটনার পুনরাবৃত্তির কারণে কংগ্রেসে ফিরে যাচ্ছেন বহু কর্মী। এতে বড়সড় বিপাকে পড়তে পারে তৃণমূল।

দলের সদস্যদের মধ্যে আড়াআড়ি মনোভাব আটকাতে নাসির শেখের মতো নেতাকে সামনের রাখতে চাইছেন বুথ স্তরের নেতারা। কারণ, শুধুমাত্র তৃণমূলের ভোট নয়, অন্যান্য দলের অধিকাংশ ভোট দখল করার মতো বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক নাসির শেখের রয়েছে।

২১ এর নির্বাচনে দলে নবীন এবং প্রবীনের মিশেলে সংগঠন মজবুত করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। বেশকিছু জেলায় নতুন মুখকে দায়িত্ব দিয়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া দলনেত্রী।

এমত অবস্থায় রঘুনাথগঞ্জে আখরুজ্জামানকে পরিবর্তন করতে না পারলে ঘোর সংকট রয়েছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে ভরা কংগ্রেসের দুর্গে নাসিরের মতো তরুণ মুখকে ব্যবহার করুক তৃণমূল। মত রাজনৈতিক মহলের।

সম্পর্কিত পোস্ট