ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে আবেদন জমা দিলেন রাহুল দ্রাবিড়
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের কোচের জন্য আবেদন জমা দিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। অর্থাৎ রবি শাস্ত্রীর (Rabi Shastri) পর ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব বর্তাছে ‘মিস্টার ডিপেন্ডেবল’র ওপর৷
রাহুল দ্রাবিড়ের পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির(National Cricket academy) দায়িত্ব পেতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ(VVS Lakshman)৷ অন্তত এমনটাই শোনা যাচ্ছে বিসিসিআইয়ের অন্দরে৷
বিসিসিআইয়ের (BCCI) এক কর্তা জানিয়েছেন, সমস্ত নিয়ম মেনেই এদিন একেবারে শেষ মুহুর্তে আবেদন জমা দিয়েছেন রাহুল দ্রাবিড়। এর আগে বোলিং কোচ হিসাবে পরস মামরে এবং ফিল্ডিং কোচ হিসাবে আবেদন করেছেন অভয় শর্মা। অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফকে ঢেলে সাজাতে চাইছে বিসিসিআই।
গান্ধী পরিবারের সঙ্গে অকৃত্রিম ঘনিষ্ঠতার সমাপন, নতুন দল ঘোষণার পথে ক্যাপ্টেন অমরিন্দর
এর আগে অবশ্য বিরাটদের কোচ হতে চাননি দ্রাবিড়। বরং অ্যাকাডেমি সামলাতে চেয়েছিলেন৷ কিন্তু রবি শাস্ত্রীর পর ভারতীয় ক্রিকেট দলের কোচ উত্তরসুরী একমাত্র তিনিই। দুবাইয়ে আইপিএল ফাইনালের পর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) সঙ্গে তাঁর বৈঠকের পর স্থির হয় তিনিই পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব।
এর আগে অনুর্ধ্ব ১৯ দলের দায়িত্ব সামলে ক্রিকেট দুনিয়ায় ছাপ ফেলেছিলেন ‘দ্য ওয়াল’৷ জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এবার দলের পূর্ণ দায়িত্ব পাচ্ছেন প্রাক্তন তারকা ব্যাটসম্যান।