ভারতীয় ক্রিকেটের পরবর্তী কোচ হচ্ছেন দ্রাবিড়!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এর আগেও একবার জল্পনা উঠেছিল তাঁকে নিয়ে। সেবার নিজেই সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন তারকা ব্যাটসম্যান। কিন্তু এবার যেন সম্ভাবনা প্রবল৷ বিশেষ করে শনিবার দুবাইয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের সঙ্গে বৈঠকের পর তা আরও বেড়ে গিয়েছে।

শোনা যাচ্ছে, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে নিযুক্ত হতে পারেন তিনি। কারণ, ওয়ার্ল্ড কাপের পর কোচ হিসাবে দায়িত্ব মুক্ত হতে চান রবী শাস্ত্রী। তাই রাহুল দ্রাবিড়কে আনার পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের৷

এর আগে অগাস্ট মাসে দ্রাবিড়ের কোচ হওয়া নিয়ে জল্পনা চলছিল। সেবার রবী শাস্ত্রীর পরবর্তী হিসাবে দায়িত্ব নিতে রাজি হননি তিনি। বরং সামলাতে চেয়েছিলেন ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি।

এর আগে ২০১৫ সালে জুনিয়র দল সামলেছেন দ্রাবিড়। সেই দলের অনেকেই এখন সিনিয়র টিমে রয়েছেন৷ তাই খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্রাবিড়কে উপযুক্ত বলে মনে করছেন ক্রিকেট কর্তারা।

সম্পর্কিত পোস্ট