মৃত কৃষক পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল-প্রিয়াঙ্কা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বোন প্রিয়াঙ্কাকে নিয়ে সীতাপুর থেকে লাখিমপুরের গেলেন রাহুল গান্ধী। সেখানে ১৯ বছর বয়সী মৃত লাভপ্রীত সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।
এদিন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল, কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল এবং সাংসদ দীপেন্দ্র সিং হুড্ডা।
এদিন সকাল থেকেই লাখিমপুরের ঘটনা নিয়ে উত্তাল সারা দেশের রাজনীতি। প্রথমের দিকে অনুমোদন না মিললেও পরে কংগ্রেসের চার জনের দল যাওয়ার অনুমতি পান।
লখনউ বিমানবন্দরে আটকে দেওয়া হয় রাহুল গান্ধী সহ দুই রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, ভুপেন্দ্র বাঘেল। সেখান থেকে বেরিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেন তাঁরা৷ সীতাপুরের গেস্ট হাউসে সোমবার থেকে আটক ছিলেন প্রিয়াঙ্কা।
বুধবার আপ নেতা হরপাল চিমা এবং রাঘব চাড্ডা সহ আদমি পার্টির প্রতিনিধি দল এদিন মৃত কৃষক নাচাত্তার সিংয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
পিটিআইকে দেওয়া একটি বয়ানে মুখ্যসচিব অবনীশ কুনার আওয়াস্তি জানিয়েছেন, সমস্ত দলের পাঁচ জন করে প্রতিনিধি মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন৷
মৃত চার জন কৃষকের মধ্যে তিন জনের সৎকার গতকাল হয়েছে৷ বাকি একজনের দেহ পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।