লাখিমপুর যেতে বাধা প্রিয়াঙ্কাকে, যোগী পুলিশের সামনে আঙুল উঁচিয়ে লড়াইযের প্রশংসা রাহুলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীপেন্দর হুডাকে সঙ্গে নিয়ে রবিবার গভীর রাতেই লাখিমপুরের উদ্দেশে বেরিয়ে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী৷ আটকে দেওয়া হয় তাঁর গাড়ি৷ তারপর সেখান থেকে পুলিশ জোর করে প্রিয়াঙ্কাকে সীতাপুরের একটি গেস্ট হাউসে নিয়ে যায়৷ সেখানে পৌঁছেই পুলিশের উপর মেজাজ হারান কংগ্রেসের সাধারণ সম্পাদক৷
সোমবার ভোররাতে ওয়ারেন্ট ছাড়া মাঝ রাস্তায় তাঁর গাড়ি আটকানো হয়৷ পুলিশের অন্যায় আচরণের প্রতিবাদ করেন কংগ্রেস নেত্রী৷ তাঁদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান৷
কংগ্রেসের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা একা যোগীর পুলিশ বাহিনীর দিকে তেড়ে যান৷ আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দেন, আমাকে গাড়িতে তুললে কিডন্যাপিংয়ের অভিযোগ আনব৷ এ রাজ্যে আইনের শাসন নেই৷ কিন্তু ভারতে আছে৷
লাখিমপুরে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করেছে পুলিশ৷ রাজনীতিকদের সেখানে ঢোকা আটকাতে পুলিশের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷
কিন্তু সোমবার ভোররাতে প্রিয়াঙ্কা মাত্র একজনকে সঙ্গে নিয়ে গ্রামে ঢুকতে চেয়েছিলেন৷ কিন্তু তাঁকে হরগাঁওয়ে আটকে দেওয়া হয়৷ সেখান থেকে পুলিশ তাঁকে কনভয় করে নিয়ে হয় সীতাপুর৷ প্রিয়াঙ্কার অভিযোগ, জোর করে ওয়ারেন্ট ছাড়া তাঁকে আটকে রেখেছে পুলিশ৷
অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীর এই সাহসিকতা মুগ্ধ করেছে রাহুল গান্ধীকে (Rahul Gandhi)৷ সোমবার সকালে টুইট করে রাহুল জানান, প্রিয়াঙ্কার সাহস দেখে যোগী রাজ্যের পুলিশ ভয় পেয়ে গিয়েছে৷ অন্নদাতাদের বিচার পাইয়ে দেওয়ার লড়াইয়ে কংগ্রেস সবসময় তাঁদের পাশে আছে৷
प्रियंका, मैं जानता हूँ तुम पीछे नहीं हटोगी- तुम्हारी हिम्मत से वे डर गए हैं।
न्याय की इस अहिंसक लड़ाई में हम देश के अन्नदाता को जिता कर रहेंगे। #NoFear #लखीमपुर_किसान_नरसंहार
— Rahul Gandhi (@RahulGandhi) October 4, 2021
রাহুল গান্ধী লেখেন, প্রিয়াঙ্কা আমি জানি তুমি ফিরে আসার মেয়ে না৷ ওরা তোমার সাহস দেখে ভয় পেয়েছে৷ বিচারের এই অহিংস লড়াইয়ে দেশের অন্নদাতাদের জয় আমরা এনেই দেব৷