দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে লখনউ যাচ্ছেন রাহুল গান্ধী
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রবিবার লাখিমপুর খেরিতে ৪ জনের মৃত্যুর ঘটনার পর বুধবার লাখিমপুরে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর৷
কিন্তু তাতে অনুমতি দেয়নি উত্তরপ্রদেশ সরকার৷ তাই পাঞ্জাব এবং ছত্তিসগড় দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন, সারা দেশে একনায়কতন্ত্র চলছে৷ কোনও রাজনেতা উত্তরপ্রদেশে যেতে পারবেন না৷ কাল থেকে আমাকে বলা হচ্ছে আমি যেতে পারব না৷ ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীকে যেতে দেওয়া হচ্ছে না। কেন? কারণ, সেখানে ভয়ঙ্কর চুরি হচ্ছে।
লাখিমপুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারতবর্ষের কন্ঠরোধ করা হচ্ছে। কৃষকদের গাড়ির তলায় ফেলে মারা হল। এখনও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল না৷
এদিন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে আটকের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমাকে অথবা প্রিয়াঙ্কার সঙ্গে দুর্ব্যবহারে কোনও প্রভাব পড়বে না৷ কারণ, আমরা এত অভ্যস্ত। কিন্তু বিষয়টি কৃষকের বিষয়। আমরা কৃষকদের সমস্ত কথা তুলে ধরব।