অজয় মিশ্রকে বরখাস্তের দাবি নিয়ে সরব রাষ্ট্রপতির দ্বারস্থ রাহুল গান্ধী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৪ কৃষককে গাড়ি চাপা দিয়ে হত্যার প্রতিবাদে সরব কংগ্রেস। অভিযোগ উত্তরপ্রদেশের বিজেপি সরকার এই ঘটনায় প্রথম থেকেই প্রধান অভিযুক্ত আশিস মিশ্রকে আড়াল করার চেষ্টা করছে।
এবার প্রধান অভিযুক্তের বাবা ওরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরানোর দাবি তুলেছে কংগ্রেস। এই দাবি নিয়েই এবার রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করল।
দলে রাহুল গান্ধী ছাড়াও ছিলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা, অধীর রঞ্জন চৌধুরী, এ কে অ্যান্টনি, মল্লিকার্জুন খাড়্গে, গুলাম নবি আজাদ, কে সি বেনুগোপাল।
রাহুল গান্ধী রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপি তুলে দিয়েছেন। যেখানে স্পষ্ট দাবি করা হয়েছে কৃষক খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাখা আসলে দেশের মানুষকে অপমান করার সামিল। এই বিষয়ে রাস্ট্রপতির হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। কংগ্রেসের প্রতিনিধি দল দাবি জানিয়েছে রাষ্ট্রপতি যেন নিজের ক্ষমতা প্রয়োগ করে অবিলম্বে অজয় মিশ্রকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন।
কংগ্রেসের তরফে জানানো হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।