লখনউ বিমানবন্দরে রাহুল গান্ধীদের আটকালো পুলিশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার লাখিমপুর খেরির উদ্দেশ্যে রওনা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু লখনউ পৌঁছাতেই আটকানো হল কংগ্রেসের প্রতিনিধি দলকে৷ রাহুল গান্ধী বলেন, তাঁকে বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হচ্ছে না।

বুধবার প্রথমে লাখিমপুর যাওয়ার নির্দেশ না মিললেও পরে রাহুল গান্ধী সহ চার জনকে লাখিমপুর যাওয়ার নির্দেশ দেয় যোগী সরকার। সরকারের তরফে ব্যবস্থা করা হয় গাড়ির৷ কিন্তু তাতে যেতে রাজি নন রাহুল৷ কংগ্রেস সাংসদ বলেন, আমার ট্রান্সপোর্টের কেন ব্যবস্থা করা হল? আমি আমার গাড়িতেই যেতে চাই।

তিনি আরও বলেন, দেখুন আমায় যেতে দেওয়া হচ্ছে না। এটা কোন ধরনের অনুমতি? আমি বিমানবন্দরের বাইরে যেতে চাইছি কিন্তু আমায় যেতে দেওয়া হচ্ছে না। এটা ভালো করে দেখানো হোক।

কোন নিয়মে আমি যেতে পারবো আমায় জানিয়ে দিন৷ পুলিশের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এবং কেসিভেনুগোপাল।

সম্পর্কিত পোস্ট