Rahul Gandhi : অস্তিত্ব রক্ষায় হঠাৎ সক্রিয় রাহুল গান্ধী

দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ রাহুল গান্ধীর ( Rahul Gandhi ) বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ তিনি দলকে নেতৃত্ব দিলেও বিশেষ সক্রিয় নন। সবকিছু দিল্লিতে বসেই নিয়ন্ত্রণ করতে চান। কিন্তু গত দেড় সপ্তাহে তাঁর দিকে নজর দিলে মনে হবে সেসব গল্প কথা! হঠাৎ করে সক্রিয় হয়ে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াতে শুরু করেছেন গান্ধী পরিবারের এই সদস্য। স্বাভাবিকভাবেই রাহুলের এই হঠাৎ সক্রিয়তা নিয়ে বিস্ময় তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

গত এক সপ্তাহে রাহুল গান্ধী এই ছত্তিশগড় (Chattisgarh) গিয়েছেন তো পরের দিনই কর্ণাটক (Karnataka) ছুটেছেন। তারপরই আবার জয়পুর (Jaypur), ইন্দোর ( Indor), তেলেঙ্গানা করে বেড়িয়েছেন।

দিল্লির পাশের রাজ্য হরিয়ানায় গিয়ে টানা দু’দিন থেকে এসেছেন! এবং সব রাজ্যে গিয়েই দলীয় নেতাকর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন, অংশ নিয়েছেন একাধিক রাজনৈতিক কর্মসূচিতে। শোনা যাচ্ছে তিনি খুব শীঘ্রই গুজরাট(Gujrat) সফরেও যাবেন।

Gulzar Ahmed : ইমরানের পরিবর্তে গুলজার আহমেদ, পাক মসনদের পরবর্তী ‘রাজা’ কে?

শুধু যে ভোটমুখী রাজ্যগুলিতে ছুটে বেড়াচ্ছেন রাহুল গান্ধী ( Rahul Gandhi ) তা কিন্তু নয়। এখন‌ই ভোট নেই এমন রাজ্যেও তিনি এই সময়ে গিয়েছেন বা দ্রুত যাবেন। অর্থ শুধু ভোটের দিকে তাকিয়ে তিনি দৌড়ঝাঁপ করছেন এমনটা বলা যায় না। ভোট যদি এই দৌড়ঝাঁপের একটা কারণ হয় তবে অপর কারণ নিঃসন্দেহে দলীয় সংগঠনকে মেরামত করা।

Rahul Gandhi 

আসলে এই মুহূর্তে রাজস্থান ও ছত্তিশগড় মাত্র এই দুটি রাজ্যে ক্ষমতায় আছে কংগ্রেস। মধ্যপ্রদেশের পাশাপাশি এই দুটি রাজ্যেও আগামী বছর ভোট। কংগ্রেস সভাপতি থাকাকালীন বিজেপির হাত থেকে এই তিনটি রাজ্য ছিনিয়ে নিয়েছিলেন রাহুল গান্ধী ( Rahul Gandhi ) ।

যদিও বিজেপির সরকার ভাঙানোর খেলায় পরে হাতছাড়া হয় মধ্যপ্রদেশ। রাজস্থান, ছত্তিশগড় ধরে রাখার পাশাপাশি মধ্যপ্রদেশ পুনরুদ্ধার করা তাঁর কাছে এখন প্রেস্টিজ ফাইট। এক সময়ের বন্ধু জোতিরাদিত্য সিন্ধিয়াকে এইভাবেই মুখের উপর জবাব দিতে চান।

পাশাপাশি রাহুলের ছুটে বেড়ানোর আরেকটি কারণ থাকতে পারে। কংগ্রেসের (Congress) অন্দরে ধীরে ধীরে গান্ধী পরিবার বিরোধী আওয়াজ উঠতে শুরু করেছে। মাস কয়েকের মধ্যেই দলের সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা। তার আগে নিজের পায়ের তলার মাটি শক্ত করা রাহুলের যে অন্যতম উদ্দেশ্য তা আর বলার অপেক্ষা রাখে না।

সম্পর্কিত পোস্ট